বাংলা হান্ট ডেস্ক : হাতে গোনা আর মাত্র আড়াই মাস পরেই মাধ্যমিক পরীক্ষা তাই পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের অন্তর্গত সমস্ত সরকারি এবং সরকার পোষিত স্কুলগুলির দশম শ্রেণির পড়ুয়াদের মাধ্যমিক পরীক্ষা দিতে হবে৷ বুধবার দিন মাধ্যমিক পরীক্ষা 2020 সূচিপত্র ঘোষণা করেছে মাধ্যমিক শিক্ষা পর্ষদ ঠিক তার এক দিন পরে অর্থা শুক্রবার রাজ্যের সমস্ত স্কুলগুলির মাধ্যমিকের টেস্ট পরীক্ষার নিয়ে নির্দেশিকা জারি করল পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষা পরিষদ৷ 20-30 নভেম্বরের মধ্যে টেস্ট পরীক্ষা শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে৷
তাই টেস্ট পরীক্ষার প্রস্তুতি নিয়ে নির্দেশিকা জারি করেছে শিক্ষা পর্ষদ৷ ইতিমধ্যেই সমস্ত স্কুলগুলির প্রধান শিক্ষকদের প্রশ্নপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে৷ তাই সময়সূচি অনুসরণ করে স্কুলগুলিকে সিলেকশন টেস্টের প্রথম দ্বিতীয় এবং তৃতীয় সম্মতি মূলক মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে৷ তবে যেহেতু বর্তমানে প্রায় সমস্ত প্রক্রিয়া অনলাইন হয়ে গিয়েছে তাই প্রধান শিক্ষকদের প্রশ্নপত্র তৈরি করে বোর্ডের কাছে অনলাইনে নিজের স্কুলের নাম সমেত জমা দিতে বলা হয়েছে৷
কিছুদিনের মধ্যেই টেস্ট পেপার প্রকাশিত হবে টেস্ট পেপারে সেই সমস্ত প্রশ্নপত্র উল্লেখ থাকবে৷ উল্লেখ্য এবার মাধ্যমিকে প্রশ্ন ফাঁস রুখতে আরও কড়া পদক্ষেপ নিচ্ছে পর্ষদ৷ এমনিতেই মাধ্যমিকে নতুন মূল্যায়ন নম্বর চালু হওয়া নিয়ে ইতিমধ্যেই জোর বিতর্ক উঠেছে রাজ্যের শিক্ষা মহলে তাই আপাতত 700 নম্বরই পরীক্ষা হবে বলে ঘোষণা করা হয়েছে৷