বাংলা হান্ট ডেস্কঃ মাধ্যমিকের ফলাফল (Madhyamik Result 2025) প্রকাশ হল। এবারেও জেলার জয়জয়কার। এবছর মাধ্যমিকে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। শতাংশের হিসেবে তা ৯৬.৪৬। মাধ্যমিকে প্রথম হয়ে তাক লাগিয়েছেন উত্তরবঙ্গের রায়গঞ্জ করোনেশন হাইস্কুলের ছাত্র অদৃত সরকার। তার প্রাপ্ত নম্বর ৯৯.৪৩ শতাংশ। আবার রেজাল্ট আউট হতেই চর্চায় উঠে এসেছেন উত্তরবঙ্গেরই নয়ন দত্ত। বিশেষভাবে সক্ষম তিনি।
মাধ্যমিকে তাক লাগানো রেজাল্ট নয়নের | Madhyamik Result 2025
নয়ন জলপাইগুড়ি (Jalpaiguri) জেলার বাহাদুর মুন্নাজ হ্যাপি হোম মাধ্যমিক বিদ্যালয়ের (উঃ মাধ্যমিক) ছাত্র নয়ন। মাধ্যমিক ২০২৫ -এ জেলার মুখ উজ্জ্বল করেছে সে। নিজের পায়ে হাঁটার ক্ষমতা নেই তার। উচ্চতায় মাত্র দু-ফুট। তবে তার শারীরিক প্রতিবন্ধকতা কোনোভাবেই ছাপ ফেলতে পারেনি তার রেজাল্টে। ৭০০ এর মধ্যে ৫৫৩ নম্বর পেয়েছেন তিনি।
নয়ন এক কৃষক পরিবারের সন্তান। নিজের পায়ে হাঁটতে না পারলেও তার বল বন্ধু রাকেশ শর্মা। তার কোলে চেপেই এদিন রেজাল্ট নিতে এসেছিল। রাকেশের প্রাপ্ত নম্বর ৫২১। কিন্তু তার বন্ধু নয়ন ৫৫৩ পাওয়ায় বেজায় খুশি সে। বন্ধুর আনন্দে তার আনন্দ যেন দ্বিগুন হয়েছে।
ভিডিও দেখুন: https://youtu.be/g08tN5xcA24?si=cVlJsjkPKMVeaazE
একজন দিবাংগণ পরীক্ষার্থী হিসেবে নয়নের ফলাফলে অবাক সকলে। ছাত্রের সাফল্যে নয়নের স্কুলের প্রধান শিক্ষক বলেন, ওর জন্য গর্ব হয়। আমরা সবাই গর্বিত। আগামী দিনে ওকে দেখে আরো অনেক পড়ুয়া অনুপ্রাণিত হবে বলে আশা স্কুলের শিক্ষকদের।
নয়নের ইচ্ছা আগামীদিনে সে কালেক্টর হবে। নিজের ফলাফল নিয়ে প্রশ্ন করা হলে নয়ন বলেন, পড়াশুনো করেই এই সাফল্য এসেছে। প্রসঙ্গত, এবারে পরীক্ষার ৭০ দিনের মাথায় মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হল। শুক্রবার সকাল ৯টায় সাংবাদিক বৈঠক করে মাধ্যমিকের কৃতিদের নাম ঘোষণা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়।