লাটে উঠল ব্যবসা, সোয়া কোটি টাকায় বিক্রি হল সিনেমা হল! তৈরি হবে বিরাট মাদ্রাসা

বাংলা হান্ট ডেস্ক : আশির দশকে যে সিনেমা হলগুলি (Cinema Hall) রমরমিয়ে চলত আজ সেগুলির অধিকাংশেই ঝুলছে তালা। দর্শক বিমুখতাসহ নানা কারণে ধস নেমেছে এই ব্যবসায়। এই যেমন এবার বন্ধ হতে চলেছে রায়পুরার হাসনাবাদ এলাকার ‘ছন্দা’ সিনেমা হলটি। হল বিক্রি করে সেই জায়গায় তৈরি হতে চলেছে মাদ্রাসা (Madrasa)। সূত্রের খবর, পাশেই এক এতিমখানা মাদ্রাসার কাছে হলটি বিক্রি করেছেন মালিক।

সম্প্রতি ছন্দা সিনেমা হলটির পাশে একটি পোস্টার সাঁটিয়ে তাতে লেখা হয়েছে ‘আলহামদুলিল্লাহ ছন্দা সিনেমা হলটি মাদ্রাসার জন্য বায়না করা হয়েছে। চুক্তিমূল্য ১ কোটি ৩০ লাখ টাকা, বায়না মূল্য ২০ লাখ টাকা। সাদকায়ে জারিয়ার এ মহৎ কাজে আপনাদের আন্তরিক দোয়া ও সহযোগিতা কামনা করছি। প্রচারে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।’

জানা যাচ্ছে, করোনার আগে অবধি হলটি ভালোই চলত। তবে কোভিড অতিমারির পর থেকেই হলে দর্শক কমতে শুরু করে। দর্শক কমতে কমতে অবস্থা এমন যে, হলের খরচ খরচাই ওঠানো সম্ভব হয়না এখন। আর সেই কারণেই একপ্রকার বাধ্য হয়েই হলটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছেন তার মালিক। ইতিমধ্যেই আইনি প্রক্রিয়াও প্রায় শুরু হয়ে গিয়েছে বলে জানা যাচ্ছে।

আরও পড়ুন : লোকসভা ভোটে খাতা খুলল BJP-র, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় মিলল এই আসনে

এই প্রসঙ্গে মাওলানা মো. মোকাররম হোসাইন বলেন, ‘জানতে পারি মালিকপক্ষ হলটি বিক্রি করে দেবে। স্থানীয়রা চিন্তা করে হলটি মাদ্রাসার জন্য ক্রয় করার পরিকল্পনা নেন। মালিকপক্ষের সঙ্গে কথা বলে ১ কোটি ৩০ লাখ টাকা ধরে, ২০ লাখ টাকায় বায়না দলিল করা হয়েছে। এখন পর্যন্ত প্রায় ৩৩ লাখ টাকা জমা পরেছে। সকলের সহযোগী নিয়ে মাদ্রাসাটির নামে ওই স্থাবর সম্পত্তি ৩৩ শতক জমি ওকফ দলিল করা হবে। আশা করি স্থানীয় ও বিত্তবান সকলের সহযোগিতায় দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠবে।’

আরও পড়ুন : ভোট প্রচারের মাঝেই কপাল পুড়ল রচনা ব্যানার্জীর, হয়ে গেল বড়সড় দুর্ঘটনা

তবে কেবল ছন্দা নয়, বাংলাদেশের প্রায় সব হলই এবার বন্ধ হতে বসেছে। যার একটা বড় কারণ অবশ্যই ওটিটি প্লাটফর্ম। আজকাল মুঠোফোন খুললেই মিলে যাচ্ছে নানান ধরণের কন্টেন্ট। অল্প খরচে ঘরে বসে বিনোদন মিললে মানুষ বাইরে যাবেই বা কেন? যে কারণে একটার পর একটা সিনেমা হলেও তালা ঝুলছে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর