‘মহাভারত’এও আধুনিকতার ছোঁয়া, টেলিভিশনে প্রথম বার AI নির্ভর মহাকাব্য! কখন কোথায় দেখা যাবে?

Published on:

Published on:

বাংলাহান্ট ডেস্ক : বইয়ের পাতা থেকে বেরিয়ে বহু বছর আগেই টেলিভিশন এবং সেলুলয়েডের পর্দায় জায়গা করে নিয়েছে ‘মহাভারত’ (Mahabharat)। পর্দায় বিভিন্ন রূপে ধরা দিয়েছে এই মহাকাব্য। তবে সবথেকে বেশি জনপ্রিয় হয়েছিল নিঃসন্দেহে বি আর চোপড়ার ‘মহাভারত’ (Mahabharat)। নব্বইয়ের দশকের দর্শক মহলে জনপ্রিয়তার চূড়ায় উঠেছিল এই টিভি শো। এতটাই সাড়া ফেলেছিল শোটি যে পরবর্তীতে করোনার সময় তা আবার ফিরিয়ে আনা হয়। আর এবার দর্শকদের বড়সড় চমক দিয়ে আবারও মহাভারত ফেরাতে চলেছে দূরদর্শন।

টেলিভিশনে ফিরছে মহাভারত (Mahabharat)

মহাভারত আপামর হিন্দু ধর্মাবলম্বীদের কাছে শুধুই এক মহাকাব্য নয়, বরং এক আবেগ। সেই আবেগই আরও একবার পর্দায় তুলে আনছে দূরদর্শন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের তরফে মহাভারতের (Mahabharat) প্রথম ঝলক প্রকাশ্যে আনা হয়েছে। তবে এখানে থাকছে একটি বড় টুইস্ট।

Mahabharat will be telecasted on television with a twist

এ আই দিয়ে তৈরি হবে মহাভারত: এই মহাভারতে কোনও অভিনেতা অভিনেত্রী থাকছেন না, সবটাই তৈরি হবে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে। পুরোটাই আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হতে চলেছে। তবে যে ঝলক প্রকাশ্যে এসেছে তা দেখে বোঝার জো নেই যে এটি এ আই নির্ভর মহাভারত (Mahabharat)।

আরও পড়ুন : দেব দিলেন বেনারসী, অপরাজিতা রূপোর তোড়া! নৈহাটির বড়মার পুজোয় তারকাদের ঢল

কখন দেখা যাবে মহাভারত: প্রসার ভারতী এবং কালেক্টিভ মিডিয়া নেটওয়ার্কের যৌথ প্রযোজনায় তৈরি হবে এই নতুন মহাভারত। ২ নভেম্বর থেকে প্রতি রবিবার সকাল ১১ টায় দূরদর্শনে সম্প্রচারিত হবে এই মহাভারত (Mahabharat)। এছাড়াও প্রসার ভারতীর নিজস্ব ওটিটি প্ল্যাটফর্ম ওয়েভস ডিজিটাল এও সম্প্রচারিত হবে এই শো। এখানে ২৫ অক্টোবর থেকে শুরু হবে স্ট্রিমিং।

আরও পড়ুন : দিঘা পর্যন্ত স্পেশ্যাল ট্রেন, বন্দে ভারতে কোচ সংখ্যা বৃদ্ধি, দিওয়ালিতে রেলের ধামাকা

নতুন প্রজন্মের কাছেও মহাভারত বেশ ভালো সাড়া ফেলেছিল করোনাকালে। আর এবার ফের মহাকাব্য ফিরছে পর্দায়। এই ওটিটি প্ল্যাটফর্মটিতে সম্পূর্ণ বিনামূল্যে দেখা যাবে মহাভারত।