বাংলাহান্ট ডেস্কঃ আধার কার্ড বর্তমানে অত্যন্ত প্রয়োজনীয় দলিল। মোবাইল নম্বর, ব্যাংক অ্যাকাউন্ট, ভোটার কার্ড অন্যান্য অনেক কিছুর সাথেই আধার লিঙ্ক করার নির্দেশ দিয়েছে সরকার। কিন্তু আধার কার্ডের জন্য আবেদন করার সময় অনেক সময় ভুল করে ফেলি। আর তা আপডেট করার জন্য খরচ হয় বেশ কিছু টাকা । এবার মহারাষ্ট্রের নাগরিকদের জন্য অভিনব সুযোগ নিয়ে এল সরকার।
Avail Aadhaar related services like free of charge enrolment & mandatory biometric updates
during the ongoing '𝗔𝗮𝗱𝗵𝗮𝗮𝗿 𝗦𝗮𝗽𝘁𝗮𝗵' (March 8-14)
at all post office & aadhaar special camps across 1293 Aadhaar Centres in Maharashtra & Goa,under Maharashtra Postal Circle pic.twitter.com/JKE4cFxYh6
— PIB in Maharashtra 🇮🇳 (@PIBMumbai) March 11, 2020
আপনি যদি নিজের আধার কার্ডে কিছু আপডেট করতে চান এবং আপনি মহারাষ্ট্রে থাকেন, তবে এই খবরটি আপনার পক্ষে সহায়ক হতে পারে। প্রকৃতপক্ষে, আধার তৈরির সংস্থা ইউআইডিএআই এই টুইট করে এই তথ্য দিয়েছে যে তারা তাদের বিশেষ কর্মসূচী চলাকালীন ” মহারাষ্ট্রের 1293 আধার কেন্দ্রটিতে বিনা মূল্যে আধার তথ্য আপডেট করার সুযোগ দিচ্ছে।

প্রসঙ্গত, পাশাপাশি ৩১ শে মার্চ ২০২০ এর মধ্যে আধার ও প্যান কার্ডের মধ্যে লিঙ্ক না করলে গুনতে হতে পারে মোটা অঙ্কের জরিমানা। আয়কর দপ্তর সূত্রে জানা যাচ্ছে, লিঙ্ক না প্যান কার্ড ব্যাবহার করলে হতে পারে ১০,০০০ টাকা জরিমানা।
আয়কর বিভাগ আগে ঘোষণা করেছিল যে সমস্ত লিঙ্কযুক্ত প্যান কার্ডকে “নিষ্ক্রিয়” হিসাবে ঘোষণা করা হবে এবং এখন এটি একটি নতুন নির্দেশ জারি করেছে যে এই জাতীয় প্যান কার্ডধারীরা প্যান সরবরাহ না করায় আয়কর আইনের আওতায় পরিণতির মুখোমুখি হবে।