মুম্বই পুলিস যথেষ্ট, দরকার নেই সিবিআই তদন্ত; সুশান্ত মামলা নিয়ে মুখ খুললেন মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাহান্ট ডেস্ক: সুশান্ত সিং রাজপুতের (sushant singh rajput) মৃত‍্যুতে দরকার নেই সিবিআই (CBI) তদন্ত। মুম্বই পুলিস যথেষ্ট দক্ষতার সঙ্গে তদন্ত সামলাচ্ছে। এমনটাই মত মহারাষ্ট্রের (maharashtra) স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখের (anil deshmukh)। সুশান্ত মামলায় সিবিআই তদন্তের জল্পনা উড়িয়ে এমনটাই বললেন তিনি।
অনিল দেশমুখের কথায়, সুশান্ত কেন আত্মহত‍্যা করতে গেলেন তা খতিয়ে দেখছে মুম্বই পুলিস। এখনও পর্যন্ত এই মামলায় সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। পাওয়া গেলে নিশ্চয়ই পুলিস তা খতিয়ে দেখবে। তদন্তের পর সমস্ত তথ‍্য প্রকাশ করা হবে বলে জানান মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী। এর জন‍্য সিবিআইয়ের হস্তক্ষেপের কোনও প্রয়োজন নেই বলেই মনে করেন তিনি।
প্রসঙ্গত, সুশান্ত সিং রাজপুতের মৃত‍্যুর পর থেকেই সিবিআই তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছে গোটা দেশ। তারকা থেকে শুরু করে কয়েকজন রাজনৈতিক ব‍্যক্তিত্বও রয়েছেন এই তালিকায়। সম্প্রতি জানা গিয়েছে, সুশান্তের মৃত‍্যু তদন্তে সিবিআই এর হস্তক্ষেপ চেয়ে পাঠানো চিঠি পৌঁছেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। লোকসভার প্রাক্তন সাংসদ পাপ্পু যাদব সিবিআই তদন্তের দাবি জানিয়ে চিঠি লেখেন অমিত শাহকে। সেই চিঠি প্রাপ্তি স্বীকার করে উত্তর দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Sushant Singh Rajput

চিঠির প্রত‍্যুত্তরে অমিত শাহ লিখেছেন, ‘আপনার চিঠি ২০২০র ১৬ জুন পেয়েছি যার মাধ‍্যমে আপনি অভিনেতা সুশান্ত রাজপুতের আত্মহত‍্যা মামলার তদন্ত কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাকে দিয়ে করাতে চেয়েছেন। আপনার চিঠির বিষয় বস্তু কর্ম ও প্রশিক্ষণ বিভাগের অন্তর্গত। চিঠি সংশ্লিষ্ট বিভাগে পাঠিয়ে দেওয়া হয়েছে।’
অপরদিকে সুশান্তের বান্ধবী রিয়া চক্রবর্তীও অভিনেতার মৃত‍্যু তদন্তের জন‍্য সিবিআইএর হস্তক্ষেপ দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে ট‍্যাগ করেছেন। সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ‍্যান্ডেলে সুশান্তের একটি ছবি শেয়ার করে অমিত শাহের কাছে এই মামলায় সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন রিয়া চক্রবর্তী।


Niranjana Nag

সম্পর্কিত খবর