বাংলা হান্ট ডেস্কঃ মহারাষ্ট্রে পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরেই রাজনৈতিক উত্তাপ ছিল। শাসক পক্ষের বিজেপি নেতৃত্বাধীন ‘মহাযুতি’ জোট এবং বিরোধী ‘মহাবিকাশ অঘাঢ়ী’-র মধ্যে ছিল কড়া লড়াই। শেষ পর্যন্ত এই নির্বাচনে বড়সড় সাফল্য পেল মহাযুতি (Mahayuti) জোট। রবিবার রাতে রাজ্য নির্বাচন কমিশন আনুষ্ঠানিক ভাবে ফল প্রকাশ করেছে।
২০৭ টি আসনে জয়লাভ ‘মহাযুতি’ (Mahayuti) জোটে
মহারাষ্ট্রের পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে জয়লাভ করেছে বিজেপি নেতৃত্বাধীন জোট ‘মহাযুতি’ (Mahayuti)। মোট ২৮৮টি সভাপতি আসনের মধ্যে এই জোট জিতেছে ২০৭টি আসন। মহাযুতি জোটে রয়েছে বিজেপি, শিবসেনা এবং এনসিপি। অন্য দিকে, বিরোধী জোট মহাবিকাশ অঘাঢ়ী এই নির্বাচনে তুলনামূলক ভাবে অনেকটাই পিছিয়ে পড়েছে। এই জোটের প্রার্থীরা মোট ৪৪টি সভাপতি আসনে জয়লাভ করেছেন।
দলভিত্তিক ফলাফল
রাজ্য নির্বাচন কমিশনের প্রকাশিত তথ্য অনুযায়ী, পুরসভার সভাপতির আসনগুলির মধ্যে বিজেপি একক ভাবে জিতেছে ১১৭টি আসন। শিবসেনা পেয়েছে ৫৩টি এবং এনসিপি জিতেছে ৩৭টি সভাপতি আসন। বিরোধী শিবিরে কংগ্রেস পেয়েছে ২৮টি আসন। এনসিপি (শরদ পওয়ার গোষ্ঠী) জয়ী হয়েছে ৭টি আসনে এবং শিবসেনা (উদ্ধব ঠাকরে গোষ্ঠী) পেয়েছে ৯টি সভাপতি আসন।
কমিশনের নথি অনুযায়ী, বড় দলগুলির বাইরে কমিশনের নথিভুক্ত অন্যান্য দলগুলি ৪টি আসনে জয় পেয়েছে। ‘অস্বীকৃত’ দলগুলি জিতেছে ২৮টি সভাপতি আসন। পাশাপাশি, নির্দল প্রার্থীরা জয়লাভ করেছেন ৫টি সভাপতি আসনে।

সব মিলিয়ে, এই ফলাফলে স্পষ্ট যে মহারাষ্ট্রের পুর পরিষদ ও নগর পঞ্চায়েত নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি (Mahayuti) জোটই সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে।












