বাংলা হান্ট ডেস্ক : নববর্ষের প্রথম দিনই মুখোমুখি হবে আইপিএল-র ইতিহাসের দুই চ্যাম্পিয়ন। মজার বিষয় হল, CSK এবং MI এই দুই দলের কাছেই রয়েছে পাঁচ বার আইপিএল জেতার খেতাব। এমতাবস্থায় একথা বলাই বাহুল্য যে, রবিবারের ম্যাচ হবে জমজমাট। একদিকে রোহিতের ক্ষুরধার মস্তিষ্ক চলবে, অন্যদিকে চলবে ধোনির ফন্দিফিকির। দুই মহারথীর লড়াই দেখতে তৈরি ভক্তরাও।
উল্লেখ্য যে, এই ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে। এটিই সেই স্টেডিয়াম যেখানে ২৮ বছর পর বিশ্বকাপ তুলে এনেছিল ভারত। চিরস্মরণীয় সেই ম্যাচে ধোনির (Mahendra Singh Dhoni) শেষ ছক্কা আজও লেগে আছে ভক্তদের মনে। আর এবার নাকি সেই ওয়াংখেড়েতেই (Wankhede) শেষ ম্যাচ খেলতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি।
আসলে আগামি রবিবার ওয়াংখেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হবে সিএসকে। আর চলতি মরশুমে ওয়াংখেড়ে স্টেডিয়ামে এটাই হবে চেন্নাইয়ের শেষ ম্যাচ। সেই সাথে ধোনির জন্যেও এটি শেষ আইপিএল হতে পারে। এমন আবহে একথা বলাই বাহুল্য যে, রবিবারের ওয়াংখেড়ের ম্যাচ ধোনি ভক্তদের জন্যেও ঐতিহাসিক প্রমাণিত হতে চলেছে।
উল্লেখ্য যে, আইপিএল-এর ১৭ তম মরশুম শুরু হওয়ার আগেই মহেন্দ্র সিং ধোনি সিএসকে-এর নেতৃত্ব ঋতুরাজ গায়কওয়াদের হাতে তুলে দেন। এরপর থেকেই জল্পনা শুরু হয় যে এটাই হবে ধোনির শেষ IPL। যদিও ধোনি যে এবার ক্রিকেট থেকে পুরোপুরিভাবে অবসর নিতে পারেন সেই জল্পনা আগেই তৈরি হয়ে গেছিল। এই মুহূর্তে তার বয়স ৪২ বছর। এই বয়সে খুব বেশিদিন আর মাঠে খেলতে পারবেননা তিনি।
আরও পড়ুন : পাকিস্তানে ঢুকে ২০ জন জঙ্গি মেরেছে RAW! ‘নিয়ম মানা যায়না…’, জল্পনা বাড়ালেন জয়শঙ্কর
তাছাড়া চলতি মরশুমে একেবারে শেষের দিকে রান করতে নামছেন তিনি। যদিও এনার্জিতে কোনও কমতি দেখা যায়নি। এর আগে দিল্লির বিরুদ্ধে ১৬ বলে ৩৭ রান করেছিলেন মাহি। যার মধ্যে ছিল ৩টি ছক্কা ও ৪টি চার। এছাড়াও আরও একটি রেকর্ড গড়ে ফেলেছেন ক্যাপ্টেন কুল। উইকেটের পেছনে ৩০০ তাড়াও পূর্ণ হয়। তিনিই একমাত্র উইকেটরক্ষক যিনি টি-টোয়েন্টি ক্রিকেটে এই কৃতিত্ব অর্জন করেছেন।