হার্দিকের পর এবার চরম সঙ্কটে ধোনি, মরশুমের মাঝেই খেলেন ঝটকা! পুলিশের দ্বারস্থ মাহি

বাংলা হান্ট ডেস্ক : অনুমতি ছাড়াই দেদার ব্যবহার হচ্ছে মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) নাম। রমরমিয়ে চলেছে ব্যবসা। সম্প্রতি এমনই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন ক্যাপ্টেন কুল। সেই অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার হলেন এক ব্যবসায়ী। ইতিমধ্যেই তার বিরুদ্ধে মোট ৪টি ধারায় অভিযোগ এনেছে জয়পুর পুলিশ।

প্রসঙ্গত উল্লেখ্য, সংশ্লিষ্ট সংস্থার উপর এই অভিযোগ বহু আগেই উঠেছিল। সেইসময় মাহি অভিযোগ করেছিলেন, ২০২১ সালেই ঐ সংস্থার সাথে সমস্ত চুক্তি শেষ হয়ে গেছে। অথচ তারপরেও ব্যবসার প্রেক্ষিতে সংস্থাটি সমানে ধোনির ছবি ব্যবহার করে চলেছে। এবং যথারীতি মোটা অঙ্কের মুনাফাও কুড়িয়ে চলেছে তারা। এই মর্মেই অভিযোগ আনেন প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি।

সূত্রের খবর, সংস্থাটি চালায় মিহির দিবাকর এবং তার স্ত্রী সৌম্যা দাস। মূলত স্পোর্টস অ্যাকাডেমি রয়েছে তাদের। কয়েক বছর আগে জয়পুরে এই অ্যাকাডেমি চালু করেন তিনি। যদিও জয়পুর ছাড়া দেশের বিভিন্ন প্রান্তে এবং বিদেশেও দিবাকরের ফ্র্যাঞ্চাইজি রয়েছে। এককালে এই ফ্র্যাঞ্চাইজির সাথেই যুক্ত হয়েছিলেন এম এস। তবে একটা সময় পর তিনি চুক্তি থেকে বেরিয়ে আসেন।

আরও পড়ুন : ভাগ্য ফেরাতে কালীঘাটে KKR, ম্যাচের আগে অন্য মেজাজে নাইট ব্রিগেড, পুজো দিলেন রিঙ্কু, বরুণরা

তবে মাহি চুক্তি শেষ করলেও দিবাকর ধোনির ব্যবহার বন্ধ করেননি। কমবেশি তার সমস্ত ফ্র্যাঞ্চাইজিতেই ধোনির নাম এবং ছবি ব্যবহার করে চলেছিলেন তিনি। বিশেষ করে এমএস ধোনি ক্রিকেট অ্যাকাডেমি এবং এমএস ধোনি স্পোর্টস অ্যাকাডেমির নাম ভাঙিয়ে ১৫ কোটি টাকা ঘরে তুলেছেন দিবাকর। বিষয়টি নিয়ে মাহি একবার ওয়ার্নিং দিলেও দিবাকর তার কাজ জারি রেখেছিল।

আরও পড়ুন : ‘সবাই আমার প্রতি হতাশ’, গম্ভীরকে জড়িয়ে ধরার পর অবশেষে মুখ খুললেন কোহলি

india national cricket team (6)

আর তাতেই রেগে লাল ক্যাপ্টেন কুল। সোজা কথায় কাজ না হওয়ায় তিনি সোজা পৌঁছে যান পুলিশের কাছে। বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪০৬, ৪২০, ৪৬৭, ৪৭১ ধারায় অভিযোগ আনা হয়েছে বলে খবর। এরপরেই নয়ডার গৌতম বুদ্ধ নগর থেকে তাকে গ্রেফতার করা হয়। আপাতত তিনি জয়পুরেই রয়েছেন বলে খবর।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর