বান্ধবীকে নিয়ে হোটেলে পরকীয়া, তৃতীয় স্ত্রীর হাতে জুতোপেটা খেলেন মহেশ বাবুর সৎ ভাই নরেশ বাবু

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ভারতীয় চলচ্চিত্রে এখন দক্ষিণী ছবির (South Film) রমরমা। একের পর এক সফল ছবি উপহার দিয়ে গোটা দেশের দর্শকদের নজর কেড়ে নিয়েছে। কিন্তু কথাতেই আছে পয়সার দুটো দিক দুরকম। বলিউডকে দোষারোপ করা হলেও দক্ষিণও কোনো অংশেই কম নয়। এই যেমন তৃতীয় স্ত্রী থাকা সত্ত্বেও পরকীয়া সম্পর্কে জড়ালেন অভিনেতা নরেশ বাবু (Naresh Babu)। পালটা জুটল জুতোপেটা।

নরেশ বাবুর পরিচয়টা আগে দিয়ে রাখি। তিনি হলেন তেলুগু সুপারস্টার মহেশ বাবুর (Mahesh Babu) সৎ ভাই। একজন ইন্ডাস্ট্রির নাম উজ্জ্বল করছেন, আরেকজন নিজে হাতে সেই গৌরব ধুলোয় মিশিয়ে দিচ্ছেন। তিনিও অভিনেতাই বটে, তবে তাঁর ব‍্যক্তিগত জীবনের উপরে এখন স্পটলাইট বেশি।


তিন তিনবার বিয়ে করেছেন নরেশ বাবু। তাঁর তৃতীয় স্ত্রী রাম‍্যা রঘুপতি। কিন্তু তাতেও বৈবাহিক জীবনে আকাঙ্খা মেটেনি অভিনেতার। নতুন করে অভিনেত্রী  পবিত্রা লোকেশের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সম্প্রতি দুজনকেই এক হোটেলে হাতেনাতে ধরেন নরেশের স্ত্রী। জুতো নিয়ে স্বামীর উপরে চড়াও হন তিনি।

মাইশোরের হোটেলে যা হয়েছে তা কোনো সিনেমার থেকে কম কিছু নয়। একাধিক সংবাদ মাধ‍্যমের দাবি, এদিন পবিত্রাকে সঙ্গে নিয়ে ওই হোটেলে উঠেছিলেন নরেশ বাবু। কিছুক্ষণের মধ‍্যেই সেখানে এসে পৌঁছান অভিনেতার তৃতীয় স্ত্রী রাম‍্যা। তারপ‍রেই লেগে যায় ধুন্ধুমার কাণ্ড!


স্বামীকে অন‍্য মহিলার সঙ্গে দেখেই পায়ের জুতো খুলে হাতে নিয়ে তেড়ে যান রাম‍্যা। যদিও শেষমেষ স্ত্রীর হাতে জুতোপেটা খেতে হয়নি নরেশ বাবুকে। কারণ তার আগেই হোটেল কর্মী এবং উপস্থিত পুলিশ কর্মচারীরা আটকে দেন রাম‍্যাকে। রীতিমতো হুলুস্থূলু কাণ্ড বেঁধে যায় হোটেলের লিফটের সামনে।

কিছুদিন আগেই খবর ছড়িয়েছিল, রাম‍্যার সঙ্গে বিচ্ছেদ না হওয়া সত্ত্বেও পবিত্রার সঙ্গে চতুর্থ বার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন নরেশ বাবু। যদিও বিষয়টাকে গুজব বলেই উড়িয়ে দিয়েছেন অভিনেতা। কিন্তু এই কাণ্ড তাঁর মুখে যে ভাল রকম কালি লেপে দিল তা আর বলার অপেক্ষা রাখে না।

X