বাংলাহান্ট ডেস্ক: নাবালক শিশু শিল্পীর সঙ্গে অশ্লীল যৌন দৃশ্যের জন্য বিতর্কে জড়ালো পরিচালক মহেশ মঞ্জরেকরের (mahesh manjrekar) নতুন মরাঠি ছবি (marathi film)। ‘নয় ভরন ভাট লোঞ্চা কন নয় কঞ্চা’ নামে এই ছবির ট্রেলার প্রকাশ্যে এসেছে সম্প্রতি। আর সেই ট্রেলারকে ঘিরেই যত বিতর্ক।
ট্রেলারে অভিনেত্রী কাশ্মেরা শাহকে (kashmera shah) এক শিশু শিল্পীর সঙ্গে যৌনদৃশ্যে অভিনয় করতে দেখা গিয়েছে। এই দৃশ্যটিকে নিয়েই সমালোচনা শুরু হয়েছে নেটমহলে। উল্লেখ্য, এর আগে সলমন খানের ‘অন্তিম’ ছবিটি পরিচালনা করেছিলেন মহেশ।
জাতীয় মহিলা কমিশনের তরফে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে ট্রেলারটি নিয়ে। বিভিন্ন মহলে সমালোচনার পর মুক্তির আগে বিতর্কিত দৃশ্যগুলি ছবি থেকে বাদ দেওয়া হয়েছে বলে খবর। সূত্র মারফত জানা যাচ্ছে, “ট্রেলারের দুটি দৃশ্য নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছে। একটিতে অর্ধনগ্ন কাশ্মেরাকে দেখা যাচ্ছে প্রেম ধর্মাধিকারী নামে এক শিশুশিল্পীকে নিজের দিকে টানতে। এছাড়াও আরো কয়েকটি দৃশ্য বাদ পড়েছে ছবির ফাইনাল কাট থেকে।”
উল্লেখ্য, গত সপ্তাহেই সিবিএফসির তরফে ‘অ্যাডাল্ট’ ছবি হিসাবে ছাড়পত্র পেয়েছে এই ছবি। তারপরেই সোশ্যাল মিডিয়ায় ছবির যৌন উত্তেজক দৃশ্যগুলি ছড়িয়ে পড়ে। মহারাষ্ট্রের ভারতীয় শ্রী শক্তির তরফে অভিযোগ পেয়েই বিষয়টা নিয়ে সরব হন মহিলা কমিশনের চেয়ার পার্সন রেখা শর্মা।
প্রসঙ্গত, ‘নয় ভরন ভাট লোঞ্চা কন নয় কঞ্চা’ ছবিটি ক্রাইম থ্রিলার ঘরানার। দুই নাবালক কিশোর ক্রমাগত সমাজের বঞ্চনা, গঞ্জনা সইতে সইতে দাগী আসামী হয়ে ওঠে। ছবির মুখ্য চরিত্রে রয়েছেন।কাশ্মেরা শাহ, প্রেম ধর্মাধিকারী, ছায়া কদম, শশাঙ্ক শিন্ডের মতো অভিনেতা অভিনেত্রীরা। যদিও এই বিষয়টা নিয়ে এখনো কোনো মন্তব্য করেননি কাশ্মেরা বা ছবির পরিচালক।