৭২ বছরের ঐতিহ্য টালমাটাল! মহেশতলায় বড় ধাক্কা, বন্ধের আশঙ্কায় বহু বছরের দুর্গাপুজো

Published on:

Published on:

Maheshtala big setback in 72-year-old Durga Puja faces closure

বাংলা হান্ট ডেস্ক : আর মাত্র পুজো আসতে বাকি ১৬ দিন। তবে তার আগে পুরসভা পুজো কমিটির জমি বিবাদের জেরে বন্ধ হতে চলেছে দুর্গাপুজো (DurgaPuja)। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা (Maheshtala) পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডে কল্যাণ সমিতিতে। জানা যায় এবার তাদের পুজো ৭২ তম বরসে পদার্পণ করেছে।

মহেশতলায় বড় ধাক্কা, বন্ধের মুখে ৭২ বছরের দুর্গাপুজো (Maheshtala)

সূত্রের খবর, পশ্চিমবঙ্গ সরকারের উদ্বাস্তু ত্রান ও পুনর্বাসন বিভাগের ডিপার্টমেন্টের জমিতে এত বছর ধরে এই পুজো (DurgaPuja) হয়ে আসছে। কিন্তু মহেশতলা (Maheshtala)  পুরসভার দাবি করছে, উদ্বাস্তু বিভাগ তাদের এই জমি দিয়ে দিয়েছে। সেই কারণেই এই জমিতে একটু কমিউনিটি হল তৈরি করা হবে। এমনকি এই জমি জটের ঘটনা পৌঁছেছে কোট পর্যন্ত। একক বেঞ্চ জানিয়েছে যতক্ষণ না পর্যন্ত নির্ধারিত হচ্ছে জায়গাটি কার ততদিন পর্যন্ত পুজো  যেখানে হয়ে আসছে সেখানেই হবে।

Maheshtala big setback in 72-year-old Durga Puja faces closure

আরও পড়ুন: ভাপা বা সর্ষে নয়! এবার কাসুন্দি দিয়ে বানিয়ে ফেলুন ইলিশের অন্যরকমের পদ, জানুন সেই রেসিপি

আদালতের নির্দেশের পর পুজো উদ্যোক্তারা এগিয়ে গিয়েছিলেন। পাশাপাশি মণ্ডপের কাজ ও শুরু হয়ে গিয়েছিল। এই বিষয়ে পূজো (Puja) উদ্যোক্তাদের দাবি, মহেশতলা (Maheshtala) পৌরসভার চেয়ারম্যানের গাজোয়ারিতে তালা পড়তে চলেছে। মাঠের দুটি গেট। যার ফলে বন্ধ হয়েছে মণ্ডপ। এবং তারা বুঝে উঠতে পারছে না আদৌ এই পুজো হবে কিনা।

এই বিষয়ে বিধায়ক তথা পৌরসভার চেয়ারম্যান দুলাল দাস জানান, জায়গাটি আর.আর. ডিপার্টমেন্টের। তারা পৌরসভা কে দায়িত্ব দিয়েছে। পৌরসভা এখানে চাইলে কমিউনিটি হল তৈরি করতে পারে। তবে পুজো উদ্যোক্তারা এটি হতে বাঁধা দিচ্ছে। যার কারণবশত পুজো আদৌ এখানে হবে কিনা তা নিয়ে তিনি কিছু জানাতে পারেননি।

প্রসঙ্গত, মহেশতলার (Maheshtala) এই পুরনো পুজোতে ছোট থেকে শুরু করে বয়স্ক সকলেই মিলেমিশ কাজ করেন। ফলে পুজো মণ্ডপ বন্ধ হয়ে যাওয়ায় সকলেই হতচকিত হয়ে পড়েছেন। এই পুজোর উদ্যোক্তা শিবপ্রসাদ দাস বলেন, এটি ৭২ বছরে পুরনো পুজো। তবুও পুরসভা পুজো করতে দিচ্ছে না। এই বিষয়ে বর্তমানে কেস চলছে। গত ৮ তারিখ চেয়ারম্যান গেটের তালা লাগিয়ে দিয়ে গিয়েছে। তাই তারা পরবর্তী কোর্টের শুনানি অবধি অপেক্ষা করবেন।