অপেক্ষার অবসান! বাজারে আসছে ৫ দরজার মাহিন্দ্রা ‘থার’, চমকে দেবে বৈশিষ্ট্য

Published On:

বাংলা হান্ট ডেস্ক : ভারতীয় বাজারে মাহিন্দ্রা থারের (Mahindra Thar) ক্রেজ কতটা তা সবারই জানা কথা। ৩ দরজা বিশিষ্ট এই চার চার চাকার বাজারদর তুঙ্গে। তবে ৫ দরজা বিশিষ্ট থারের জন্যেও অপেক্ষা বাড়ছে। তাদের জন্য সুখবর নিয়ে এসেছে Mahindra। সংস্থাটি ঘোষণা করেছে, আগামী ১৫ অগাস্টের মধ্যে ভারতে আসবে ৫ দরজা বিশিষ্ট ‘থার’।

বিগত ২ বছর ধরে এই ৫ দরজা বিশিষ্ট ‘থার’ নিয়ে কাজ করছে মাহিন্দ্রা। কবে এই গাড়িটি বাজারে আসবে সেই অপেক্ষায় দিন গুনছে ‘থার’ প্রেমীরা। অবশেষে সকলের অপেক্ষার ইতি ঘটিয়ে ভারতের বাজারে পা রাখতে চলেছে ৫ দরজা বিশিষ্ট ‘থার’। কোম্পানি জানিয়েছে, চলতি বছরের ১৫ অগাস্ট লঞ্চ হবে এই গাড়ি। ঐদিন ‘থার’ এর পাশাপাশি XUV700 গাড়িও লঞ্চ করতে পারে সংস্থা।

গাড়ির ইঞ্জিনের বৈশিষ্ট্য : সংস্থাটি জানিয়েছে, Mahindra Thar ৫ Door-এ ২ লিটার টার্বো পেট্রোল এবং ২.২ লিটার টার্বো ডিজেল ইঞ্জিন দেওয়া যেতে পারে। এছাড়াও, এতে মিলবে ৭-স্পীড ম্যানুয়াল ট্রান্সমিশন বা ৬-স্পীড টর্ক কনভার্টার স্বয়ংক্রিয় গিয়ারবক্স। এছাড়াও এই মডেলে ২WD এবং ৪WD অপশন থাকলেও থাকতে পারে।‌

আরও পড়ুন : দ্রুত সেরে নিন জরুরি কাজ, গোটা এপ্রিল জুড়ে রয়েছে একাধিক ছুটি! ঝটপট দেখুন তালিকা

mahindra thar

রিপোর্ট অনুযায়ী, নতুন মাহিন্দ্রা ‘থার’এ মিলবে সিঙ্গেল পেন সানরুফ, ১০.২৫ ইঞ্চি টাচস্ক্রিন ইনফোটেনমেন্ট সিস্টেম থাকবে। একই সাথে পাওয়া যাবে AC ভেন্ট এবং HVAC কন্ট্রোল। চারটি চাকাতেই থাকবে ড্রাইভার ও সেন্টার আর্মরেস্ট। এছাড়াও গাড়িটি ৬টি এয়ারব্যাগ, অটোমেটিক ক্লাইমেট কন্ট্রোল, LED লাইটিং, ১০.২৫ ইঞ্চি ডিজিটাল ড্রাইভার ডিসপ্লে, রিভার্স পার্কিং ক্যামেরা, রিয়ার পার্কিং সেন্সর, ট্র্যাকশন কন্ট্রোল ইত্যাদি ফিচার্সে ঠাসা।

আরও পড়ুন : সুখবর! মিলল ৮টি নতুন মেডিক্যাল কলেজের অনুমোদন, লাভবান হবেন লাখ লাখ মানুষ

মাহিন্দ্রা থারের দাম : সংস্থাটি এই বিষয়ে কোনও পোক্তা তথ্য না দিলেও এটা পরিষ্কার যে, বর্তমান মডেলটির চেয়ে নতুন মডেলের দাম ১, ২ লক্ষ টাকা বাড়তে পারে। গাড়িটি প্রতিযোগিতা করবে মারুতি সুজুকি জিমনি এবং গুর্খার সঙ্গে।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর

X