বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে পেট্রোল-ডিজেলের দাম মাত্রাতিরিক্তভাবে বৃদ্ধি পাওয়ায় নাজেহাল অবস্থা সকলের। তাই জ্বালানির খরচ কমাতে এবং তার সাথে সাথে পরিবেশের কথা মাথায় রেখে অনেকেই এখন ইলেকট্রিক বা বৈদ্যুতিক যানবাহনের প্রতি আকৃষ্ট হচ্ছেন। পাশাপাশি, বিভিন্ন গাড়ি প্রস্তুতকারী সংস্থাগুলিও গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখে এবং প্রতিযোগিতার বাজারে টিকে থাকতে একের পর এক নতুন বৈদ্যুতিক গাড়ি সামনে আনছে।
এবার সেই রেশ বজায় রেখেই Mahindra একটি দুর্ধর্ষ বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করতে চলেছে। যা নিয়ে ইতিমধ্যেই গাড়িপ্রেমীদের মধ্যে উত্তেজনা রয়েছে তুঙ্গে। প্রায় এক দশক আগে, Mahindra তৎকালীন সব নতুন বৈদ্যুতিক যানবাহন বিভাগে e20 লঞ্চ করেছিল, যা ছিল Mahindra Reva-র নতুন অবতার। যদিও, Mahindra দ্রুত হারে এই উদ্যোগ শুরু করলেও কোম্পানিটি পরবর্তীকালে বৈদ্যুতিক গাড়ির লাইন-আপ বাড়াতে না পারায় এটির সদ্ব্যবহার করতে পারেনি।
এমতাবস্থায়,Tata Motors, Hyundai India ছাড়াও MG Motor India বাজারে বৈদ্যুতিক গাড়ি লঞ্চ করেছে। এদিকে, Mahindra-র গাড়িগুলি ভারতে যে অত্যন্ত জনপ্রিয় তা আর বলার অপেক্ষা রাখেনা। যেগুলির মধ্যে XUV300 হল অন্যতম। তবে, এবার কোম্পানি XUV300 Electric SUV লঞ্চ করতে চলেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল এর দাম থাকবে একদম নাগালের মধ্যেই। জানা গিয়েছে যে, নতুন এই বৈদ্যুতিক গাড়িটি ২০২৩ সালের প্রথম দিকেই বাজারে নিয়ে আসা হবে।
Electric XUV300 শীঘ্রই আসছে!
Mahindra এর আগে ব্যাটারি চালিত ই-ভেরিটো সেডান লঞ্চ করেছিল যা ভারতে ভালভাবে সমাদৃত হয়। বর্তমানে Mahindra শুধুমাত্র এই বৈদ্যুতিক গাড়িটিই বিক্রি করছে। তবে, এখন Mahindra EV সেগমেন্টে পুনরায় প্রবেশ করতে চাইছে। যার ফলে খুব শীঘ্রই Electric XUV300 বাজারে নিয়ে আসা হতে পারে। এই ইভির প্রি-প্রোডাকশন মডেলটি গত অটো এক্সপোতে প্রদর্শন করা হয়। সেখানেই জানা যায় যে, কোম্পানি ২০২৩ সালের মধ্যেই বাজারে নতুন XUV300 Electric আনতে পারে। যদিও, এরপরে আরও অনেক গাড়ি লঞ্চের অপেক্ষায় থাকবে।
সম্পূর্ণ চার্জে ৩০০ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ!
মূলত, Mahindra আরও অনেক বৈদ্যুতিক গাড়ি নতুন ব্র্যান্ডের নামের সাথে লঞ্চ করতে চায়। এদিকে জানা গিয়েছে, Mahindra XUV300 Electric SUV-তে সম্ভবত একটি 40 kW-R ব্যাটারি প্যাক থাকবে যা ১৩০ Bhp-র শক্তি তৈরি করে এবং সম্পূর্ণ চার্জে ৩০০ কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম৷ মনে করা হচ্ছে বাজারে লঞ্চ হওয়ার পর, এই বৈদ্যুতিক SUV টি Tata Nexon EV এবং Hyundai-এর আসন্ন সাশ্রয়ী মূল্যের বৈদ্যুতিক গাড়ি ছাড়াও MG-র বৈদ্যুতিক গাড়ির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। পাশাপাশি, অনুমান করা হচ্ছে, ভারতে এই গাড়ির প্রারম্ভিক এক্স-শোরুম মূল্য হবে প্রায় ১১-১৩ লক্ষ টাকা।
‘ভারত আজ পর্যন্ত অলিম্পিকে সোনা পায়নি …’ ভরা মঞ্চে বেফাঁস মমতা