বিজেপির লোকেরা চায়ের কেটলিতে বিয়ার খান! রাহুলের ভিডিও ভাইরাল হতেই প্রতিক্রিয়া মহুয়ার

বাংলাহান্ট ডেস্ক : সম্প্রতি সামনে এসেছে কংগ্রেস নেতা রাহুল গান্ধীর একটি বিতর্কিত ভিডিও। সেই ভিডিওতে তাঁকে নেপালের একটি পাবে দেখা গিয়েছে। সেই ভিডিও সামনে আসার পরই দেশজুড়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক। বিষয়টি নিয়ে রাহুল গান্ধী এবং কংগ্রেসকে আক্রমণ করার সুযোগ ছাড়েনি বিজেপি।

এদিন ট্যুইট করে রাহুল গান্ধীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন বিজেপি নেতা কপিল মিশ্র। তিনি সেই ট্যুইটে বলেন, ‘এটি রাহুল গান্ধীর ব্যক্তিগত জীবনের বিষয় নয়। কার সঙ্গে রয়েছেন রাহুল গান্ধী? উনি কি চিনের গুপ্তচরদের সঙেগ রয়েছেন? রাহুল গান্ধী সেনাবাহিনীর বিরুদ্ধে যে ট্যুইট করেন তাও কি চিনের চাপে? প্রশ্ন তো উঠবেই, কারণ প্রশ্নটা রাহুল গান্ধীর নয়, প্রশ্নটা দেশের।’

এই প্রসঙ্গে রাহুল গান্ধীকে কটাক্ষ করতে ছাড়েননি বিজেপি নেতা অমিত মালব্যও। তিনি ট্যুইট করে লেখেন, ‘রাহুল গান্ধী একটি নাইটক্লাবে ছিলেন যখন মুম্বাই আক্রমন করা হয়েছিল। তিনি এমন সময়ে একটি নাইটক্লাবে আছেন যখন তাঁর পার্টিই বিস্ফোরিত হচ্ছে। দুই ক্ষেত্রেই তিনি ধ্রুবক।’

এসবের মধ্যে এবার বিজেপিকে নিশানা করলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। তিনি ট্যুইট করে লেখেন, ‘কেউ যদি ব্যক্তিগত সময়ে নাইটক্লাবে বা বিয়েতে যায়, তবে অন্য কোনও ব্যক্তির কীভাবে সেই ব্যাপার নিয়ে কোনও মাথাব্যথা থাকতে পারে? বিজেপির অসুস্থ ট্রোল কর্তাদের উচিত দুমুখো জীবনযাপন করে চায়ের কেটলি থেকে বিয়ার খাওয়া।’

প্রাক্তন সভাপতির এই ভিডিও নিয়ে মোটেই মাথা ঘামাতে রাজি নয় কংগ্রেস। কংগ্রেস মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ‘বিয়ে করা, কারও সঙ্গে বন্ধুত্ব করা বা বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া এখনও এদেশে অপরাধ নয়। সুরজেওয়ালা আরও বলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাহলে এবার নিয়ম করুন যে বিয়েতে যোগ দেওয়া অবৈধ এবং বন্ধুত্ব করা অপরাধ।’ সব মিলিয়ে এহেন রাজনৈতিক তরজায় যে ব্যাপক শোরগোল জাতীয় রাজনীতিতে তা বলাই বাহুল্য।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর