মহুয়াকে বহিষ্কারের সুপারিশ গ্রহণ এথিক্স কমিটির! হাত তুলে নিল ‘বন্ধু’ কংগ্রেস সাংসদও

Published On:

বাংলা হান্ট ডেস্ক : বিপদ বাড়ল কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra)। এতদিন ধরে জল্পনা চলছিল এই নিয়ে, অবশেষে তাই সত্যি হলো। বিজেপি (BJP) সাংসদ নিশিকান্ত দুবের করা অভিযোগ মেনে নিল সংসদীয় এথিক্স কমিটি। সাংসদ পদ খারিজ করা নিয়ে খবর আসছিলই, এবার শীঘ্রই এথিক্স কমিটি সেই সুপারিশ করবে বলে আপডেট পাওয়া যাচ্ছে।

এদিকে বৃহস্পতিবার শেষ যে আপডেট পাওয়া গিয়েছে সেখানে জানা যাচ্ছে যে, মহুয়া মৈত্র সাংসদ পদ খারিজ করার রিপোর্টে সিলমোহর দিয়েছে এথিক্স কমিটি। খোদ কমিটির চেয়ারম্যান বিনোদ সোনকার এই তথ্য জানিয়েছেন। চার বিরোধী সাংসদ অবশ্য বিপক্ষে ভোট দেন কিন্তু বিজেপির ছয় সাংসদ বরখাস্তের পক্ষে ভোট দান করার ফলে সাংসদের সদস্যতা গেল মহুয়া মৈত্রর।

শুক্রবার এথিক্স কমিটি তাদের রিপোর্ট দুর্নীতিবিরোধী প্যানেল বা লোকপাল কমিটির কাছে পাঠাবে বলে জানা যাচ্ছে। এদিকে বৈঠকের পর এথিক্স কমিটির সদস্য এবং বিজেপি সাংসদ অপরাজিতা সারঙ্গী বলেন, “পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেবেন লোকসভার অধ্যক্ষ। কংগ্রেস সদস্য প্রণিত কওরও এই প্রস্তাবিত রিপোর্টটিকে সমর্থন করেছেন। আমাদের সমর্থন করেছেন। তিনি সঠিক কাজই করেছেন।”

আরও পড়ুন : ‘দালালি মারতে এলে সব ফাঁস করে দেব’, রাজনীতির প্রসঙ্গ উঠতেই কার বিরুদ্ধে ফোঁস করে উঠলেন অঙ্কুশ?

সংসদে বিষয়টি বৈঠক শুরু হলেই এথিক্স কমিটির রিপোর্ট নিয়ে আলোচনা চলতে থাকে। শুরু থেকেই সাংসদ পদ খারিজ করার করার বিপক্ষে মুখর হন বিরোধীরা। অন্যদিকে শাসক দল BJP শুরু থেকেই এই ঘটনার বিরোধীতা করে এসেছে। ভোট শুরু হতেই বরখাস্তের পক্ষে ভোট দেন প্রনীত কওর, হেমন্ত গডসে, সুমেদানন্দ, অপরাজিতা সারঙ্গী, রাজদীপ রাই এবং চেয়ারম্যান বিনোদ সোনকার।

আরও পড়ুন : মাত্র ২০ হাজার টাকা বিনিয়োগ করে শুরু করুন এই ব্যবসা! মাস গেলে আয় হবে লক্ষ লক্ষ টাকা

mahua 7

এদিন বরখাস্তের বিরুদ্ধে ভোট দেন দানিশ আলি, নটরাজন, বৈথিলিঙ্গম এবং গিরিধারী যাদব। এদিকে ভোটাভুটি নীতি অনুযায়ী হলেও বিরোধী দলের মতে এই সুপারিশ ‘পক্ষপাতদুষ্ট এবং ত্রুটিপূর্ণ’। বিষয়টি নিয়ে মুখ খোলেন বিএসপি সাংসদ দানিশ আলি। তার মতে এথিক্স কমিটির বিজেপি সদস্যরা কমিটির আলোচনা প্রকাশ্যে ফাঁস তা এথিক্স কমিটির বিধি ভঙ্গ করেছে।

Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

X