ব্যারিকেডের মাথায় মহুয়া, মাটিতে বসে প্রিয়ঙ্কা, বিরোধীদের বিক্ষোভে কাঁপল দিল্লির রাজপথ

Published on:

Published on:

Mahua Moitra Climbs Barricade in Delhi Protest

বাংলা হান্ট ডেস্কঃ SIR ইস্যুতে ধুন্ধুমার দিল্লি। সোমবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে অভিযোগ তুলে দিল্লির রাজপথে নামেন কংগ্রেস, তৃণমূল, সমাজবাদী পার্টি-সহ একাধিক দলের সাংসদরা। লক্ষ্য ছিল নির্বাচন কমিশনের সদর দফতরে গিয়ে ঘেরাও কর্মসূচি পালন করা। কিন্তু শুরু থেকেই পুলিশ ও আধা সেনার কড়া নিরাপত্তা বলয় ভেঙে এগোনো সহজ হয়নি। ব্যারিকেড, মাইকিং আর ধস্তাধস্তির মধ্যেই শুরু হয় ধুন্ধুমার।

সকাল সাড়ে ১১টার সময় সংসদের মকর দ্বারে জড়ো হন প্রায় ২০০ বিরোধী সাংসদ। পরিকল্পনা ছিল, সেখান থেকে মিছিল করে সরাসরি নির্বাচন কমিশনের দফতরে যাওয়ার। কিন্তু মাত্র ৪০০ মিটার এগোতেই পুলিশ ব্যারিকেড দিয়ে পথ আটকে দেয়। পুলিশের তরফে মাইকিং করে জানানো হয়, এখানে জমায়েতের অনুমতি নেই।

শাড়ি পরেই ব্যারিকেডে উঠে পড়েন মহুয়া মৈত্র (Mahua Moitra)

কিন্তু তাতে দমে যাননি বিরোধীরা। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra) ব্যারিকেডে উঠে পড়েন, টপকানোর চেষ্টা করেন সমাজবাদী পার্টি নেতা অখিলেশ যাদবও। তাঁদের সঙ্গে ছিলেন তৃণমূলের সুস্মিতা দেব। মহিলা পুলিশ চেষ্টা করলেও এই ধাক্কা সামলানো সহজ হয়নি।

পুলিশি বাধায় ক্ষুব্ধ হয়ে প্রিয়ঙ্কা গান্ধী, ডিম্পল যাদব-সহ একাধিক মহিলা সাংসদ রাস্তায় বসে পড়েন। তাঁদের সঙ্গে ছিলেন রাহুল গান্ধী, কংগ্রেস নেতা ও প্রাক্তন ক্রিকেটার মহম্মদ আজহারউদ্দিন, তৃণমূলের ডেরেক ও’ব্রায়েনসহ আরও অনেকে। ধস্তাধস্তির মধ্যেই শেষ পর্যন্ত পুলিশ জোর করে তাঁদের বাসে তুলে নিয়ে যায়।

Mahua Moitra Climbs Barricade in Delhi Protest

আরও পড়ুনঃ ইচ্ছাকৃত! মমতার বক্তব্যের পরই একের পর এক BLO বদল, তদন্ত চেয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি শুভেন্দুর

নির্বাচন কমিশনের সদর দফতর ঘেরাওয়ের এই কর্মসূচি শেষ পর্যন্ত পুলিশের বাধায় থমকে গেলেও, দিল্লির রাস্তায় বিরোধী ঐক্যের ছবি স্পষ্ট হয়ে উঠল। মহুয়া মৈত্রর (Mahua Moitra) ব্যারিকেড ভাঙার চেষ্টা, অন্যান্য সংসদদের রাস্তায় বসে প্রতিবাদ আর পুলিশের হস্তক্ষেপ, সব মিলিয়ে এদিনের ঘটনায় দেশের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।