দামি ব্যাগ নিয়ে ট্রোলড হয়ে উত্তর দিলেন মহুয়া মৈত্র, লিখলেন ‘ঝোলা নিয়ে এসেছিলাম” …

বাংলা হান্ট ডেস্কঃ ‘কালী’ বিতর্কের পর আবারও একবার বিতর্কের কেন্দ্রবিন্দুতে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) সাংসদ মহুয়া মৈত্র (Mahua Moitra)। বর্তমানে তৃণমূল নেত্রীর ‘দামি’ ব্যাগকে কেন্দ্র করে নতুন করে এক বিতর্কের সৃষ্টি হয়েছে। এদিন সংসদে বাদল অধিবেশনের সময় একটি ভিডিওকে কেন্দ্র করে ঝামেলার সূত্রপাত এবং পরবর্তীতে এই প্রসঙ্গে মহুয়া মৈত্রের পাল্টা একটি টুইট বিতর্ক আরো বহু গুণে উস্কে দিলেন। এমনকি তৃণমূল সাংসদের টুইট আদতে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদীকে (Narendra Modi) নকল করে করা হয়েছে বলেই মনে করা হচ্ছে।

এদিন বাদল অধিবেশনের সময় মূল্যবৃদ্ধি নিয়ে বক্তৃতা দিতে ওঠেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। ঠিক সেই সময়ে নিজের ব্যাগ টেবিলের নিচে লুকোতে দেখা যায় মহুয়াদেবীকে। পরবর্তীতে এই সংক্রান্ত একটি ভিডিও নিয়ে তোলপাড় পড়ে যায় সোশ্যাল মিডিয়ায়। ব্যাগটি প্রায় দুই লক্ষ টাকা দামি বলে দাবিও করা হয়। এরপরই এ সকল ট্রোলের জবাবে মহুয়া একটি টুইট করে লেখেন, “২০১৯ সাল থেকে সংসদে একজন ঝোলেওয়ালা ফকির। ঝোলা নিয়ে এসেছিলাম আর সেই ঝোলা নিয়েই চলে যাব।”

বিশেষজ্ঞদের মতে, মহুয়া মৈত্র টুইটটি করে আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নকল করতে চেয়েছেন। ২০১৬ সালে প্রধানমন্ত্রীর একটি মন্তব্য ভাইরাল হয়ে ওঠে। যেখানে তিনি বলেন, “আমি ফকির। ঝোলা নিয়েই চলে যাব।” যদিও তৃণমূল সাংসদের এহেন টুইটের পরেও বিতর্ক থেমে থাকেনি। এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী কটাক্ষ করে লেখেন, “এরকম ঝোলা যেন ভগবানের সবাইকে দেন।”

উল্লেখ্য, গতকাল লোকসভার অধিবেশনে মূল্য বৃদ্ধি বিতর্ক নিয়ে বক্তৃতা দিতে ওঠেন তৃণমূল কংগ্রেস সাংসদ কাকলি ঘোষ দস্তিদার আর সেই সময় আচমকাই মহুয়া মৈত্রকে পাশে রাখা একটি ব্যাগ তুলে টেবিলের নিচে রাখতে দেখা যায়। পরবর্তীতে তৃণমূল নেত্রীর পাশে এসে বসেন অপর এক তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দার। এরপরই এ ঘটনাকে কেন্দ্র করে বাঁধে বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় এই সংক্রান্ত একটি ভিডিও পোস্ট করে অনেকেই মহুয়া মৈত্রকে খোঁচা মারেন।

এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারী লেখেন, “একদিকে যখন মূল্যবৃদ্ধি নিয়ে বিতর্ক চলছে, সেই সময় নিজের দু লাখ টাকার Louis Vuitton-র ব্যাগ লুকিয়ে ফেলছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। আসলে যখনই উনি মূল্যবৃদ্ধির বিষয়টি লক্ষ্য করেছেন, তখনই ব্যাগটি টেবিলের নিচে লুকিয়ে দিয়েছেন।” এছাড়াও আরো বহু ইউজাররা একের পর এক আক্রমণে বিদ্ধ করতে থাকেন মহুয়াকে। তবে এবার তৃণমূল সাংসদের পাল্টা টুইট এই প্রসঙ্গকে আরো উস্কে দিলো বলেই মনে করা হচ্ছে।

ad

Sayan Das

সম্পর্কিত খবর