বাংলা হান্ট ডেস্কঃ একটি নির্দিষ্ট ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে সোমবার দিল্লি পুলিশ Alt News প্রধান মোহাম্মদ জুবেরকে গ্রেফতার করেছে। এবার জুবেরের সমর্থনে নেমেছেন বিরোধী দলের নেতা-নেত্রীরা। গ্রেফতারি নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র এবং এআইএমআইএম সাংসদ তথা প্রধান আসাদউদ্দিন ওয়াইসি। মহুয়া জুবেরকে ফ্যাক্টর চেকার হিসেবে বর্ণনা করেছেন।
জুবের বর্তমানে দিল্লি পুলিশের রিমান্ডে রয়েছে। আজ আবারও তাকে আদালতে পেশ করা হতে পারে। কংগ্রেস নেতা রাহুল গান্ধী, সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব সহ অনেক নেতা ইতিমধ্যেই জুবেরের গ্রেফতারি নিয়ে বিবৃতি দিয়েছেন।
তৃণমূল কংগ্রেস সাংসদ মৈত্র টুইট করেছেন লিখেছেন যে ‘জুবের একজন ফ্যাক্ট চেকার। গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ হল প্রোপাগান্ডা দূর করা। তিনি নেতাও নন, প্রচারকও নন। তার পরও কেন শুধু বিরোধী দলীয় নেতারাই এগিয়ে এসেছেন তার পক্ষে?” মহুয়া তার টুইটে একটি কবিতাও লেখেন, ‘বিদ্বেষের যুদ্ধে দেখো কী কী হারিয়েছে, সবজি হিন্দু হয়েছে, মুসলমান ছাগল হয়েছে।”
Zubair is a fact checker. Vital part of democracy is weeding out disinformation. Not a politician. Not a preacher.
Why then are only opposition leaders coming out in support?
nafratoñ kī jañg meñ dekho to kyā kyā kho gayā
sabziyāñ hindū huiiñ bakrā musalmāñ ho gayā— Mahua Moitra (@MahuaMoitra) June 27, 2022
অন্যদিকে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসিও জুবেরের গ্রেফতারের নিন্দা করেছেন। তিনি বলেন, কোনো নোটিশ ছাড়াই অজ্ঞাত এফআইআরে জুবেরকে গ্রেপ্তার করা হয়েছে। দিল্লি পুলিশকে অভিযুক্ত করে ওয়াইসি বলেন যে, দিল্লি পুলিশ মুসলিম বিরোধী গণহত্যা স্লোগান উত্থাপনকারীদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয় না, তবে যারা অপরাধের তথ্য তুলে ধরে এবং যারা মিথ্যা প্রচারকারীদের বিরুদ্ধে সরব হয়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়।