বাংলা হান্ট ডেস্কঃ তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) সাম্প্রতিক বক্তব্য ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক। তিনি ভোটের সময় হিন্দু, মতুয়া ও নমঃশূদ্র সমাজকে বিজেপির দিকে ঝুঁকে পড়ার অভিযোগে বিদ্রূপ করেছেন। শুধু তাই নয়, বৈষ্ণব ধর্মবিশ্বাস ও কণ্ঠিমালাকে কটাক্ষ করায় তাঁর মন্তব্যে আঘাত পেয়েছেন অনেকেই। বিরোধীরা অভিযোগ তুলেছে, মহুয়ার বক্তব্যে স্পষ্ট হিন্দু বিদ্বেষ এবং তফসিলি সম্প্রদায়কে অপমান করার মনোভাব প্রতিফলিত হয়েছে।
তফসিলি ও মতুয়াদের কটাক্ষ মহুয়ার (Mahua Moitra)
সম্প্রতি মহুয়া মৈত্র (Mahua Moitra) এক জনসভায় বলেন, “সারা বছর তৃণমূলী, ভোটের সময় সনাতনী। আমরা ১০০০ টাকা লক্ষীর ভাণ্ডার পেলে SC মহিলারা ১২০০ টাকা পায়। অথচ SC বুথে, নমঃশূদ্র বুথে, মতুয়া বুথে ১০০ টা ভোট গুনলে তার মধ্যে ৮৫ টা বিজেপি ১৫ টা অন্যান্য দল।” তাঁর অভিযোগ, সরকারি সুবিধা গ্রহণ করলেও নির্বাচনের সময়ে এই সমাজ বিজেপির পক্ষেই বেশি ভোট দেয়।
শুধু ভোটের রাজনীতি নয়, মহুয়া (Mahua Moitra) বৈষ্ণব ভক্তদের ধর্মীয় চিহ্ন নিয়েও মন্তব্য করেছেন। তিনি কটাক্ষ করে বলেন, “কাঠের মালা পড়ে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে।” কণ্ঠিমালা নিয়ে সাংসদের মুখে এ ধরনের শব্দ শুধু কটাক্ষ নয়, বরং ধর্মবিশ্বাসের অবমাননা বলে মনে করছেন অনেকেই।
বিরোধীরা মহুয়ার (Mahua Moitra) মন্তব্যকে “হিন্দু বিদ্বেষের নগ্ন প্রকাশ” বলে আখ্যা দিয়েছে। তাঁদের দাবি, সরকারি প্রকল্প তৃণমূলের ব্যক্তিগত সম্পত্তি নয়, আর ভোটের সময় মানুষকে ধর্ম বা জাতি দেখে ভাগ করা সাংবিধানিক শপথবিরোধী। অন্যদিকে, তৃণমূল শিবিরের একাংশ বলছে, মহুয়া বিজেপির ভোটকৌশল তুলে ধরতে গিয়েই তীব্র ভাষা ব্যবহার করেছেন। তবে জনমানসে তাঁর এই মন্তব্য বড় প্রভাব ফেলতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
আরও পড়ুনঃ স্বামীর চোখের সামনেই স্ত্রীকে গণধর্ষণ, ৭ দোষীর ২০ বছরের কারাদণ্ড ঘোষণা করল আদালত
মহুয়া মৈত্রর (Mahua Moitra) এই মন্তব্য রাজ্যে নতুন বিতর্কের জন্ম দিয়েছে। মতুয়া ও নমঃশূদ্র সমাজকে নিয়ে মহুয়ার মন্তব্য নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তুমুল বিতর্ক। আগামী বিধানসভা ভোটের আগে মহুয়া মৈত্রর এই মন্তব্য রাজনীতিতে কী প্রভাব ফেলবে, এখন সেই দিকেই তাকিয়ে রাজনীতি মহল।