‘আমি কোন ভুল কথা বলিনি’, মতুয়া বিতর্কে অবস্থানে অনড় মহুয়া মৈত্র

Published on:

Published on:

Mahua Moitra stands firm on her position regarding the Matua controversy

বাংলা হান্ট ডেস্কঃ মতুয়া সমাজকে উদ্দেশ্য করে তৃণমূল সাংসদের বিতর্কিত মন্তব্যের অভিযোগ ঘিরে তোলপাড় রাজনীতি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রর (Mahua Moitra) বক্তব্যকে কেন্দ্র করে থানায় অভিযোগ দায়ের হয়েছে, নালিশ পৌঁছেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছেও। তবে বিরোধিতার মাঝেই মহুয়া নিজের অবস্থানে অনড় থেকে জানালেন, তিনি কোনও ভুল বলেননি।

‘কাঠের মালা পড়ে সব তো ভাই ভাতা নিতে চলে আসেন’, মন্তব্য মহুয়ার (Mahua Moitra)

প্রসঙ্গত, কৃষ্ণনগরের এক সভায় মহুয়ার (Mahua Moitra) বক্তব্যকে কেন্দ্র করেই এই বিতর্কের সূত্রপাত। সভায় তাঁকে বলতে শোনা যায়, “সারা বছর তৃণমূলী আর ভোটের সময় সনাতনী। এটা কী অঙ্ক ভাই?” লক্ষ্মীর ভান্ডার প্রকল্প প্রসঙ্গে তিনি দাবি করেন, তফসিলি জাতি ও জনজাতির মহিলারা বেশি টাকা পেলেও মতুয়ারা অন্য দলে ভোট দেন। মহুয়ার আরও বক্তব্য, “কাজের সময় মমতা, রাস্তার সময় মমতা, আর ভোট দেওয়ার সময় অন্য দল। কাঠের মালা পরে সব তো চলে আসেন ভাই ভাতা নিতে?” এই মন্তব্য ঘিরেই ক্ষোভে ফেটে পড়ে মতুয়া মহাসঙ্ঘ।

কল্যাণীর মতুয়া মহাসঙ্ঘ মহুয়ার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে। পাশাপাশি, রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের অনুগামীরাও এই বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে লিখিত নালিশ জানান। ফলে মহুয়া বিতর্কে চাপ বাড়ছে শুধু বাইরে নয়, তৃণমূল অন্দরেও। অভিযোগকারীদের দাবি, মহুয়ার বক্তব্য মতুয়াদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে।

সব অভিযোগের মাঝেই মহুয়া(Mahua Moitra) পাল্টা সাফাই দিয়েছেন। তাঁর দাবি, “মতুয়া নিয়ে আমি কিছু ভুল বলিনি। বিজেপি অপব্যাখ্যা করছে।” তিনি বলেন, “বনগাঁ আমরা জিতিনি। কৃষ্ণনগর টাউন আমরা জিতিনি। কিন্তু তাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের কাজ ওখানে থামাননি। বিজেপি বাংলায় জেতেনি। তাই টাকা বন্ধ করে দিয়েছে। আমি সেকথাই বলেছি।” পাশাপাশি অন্দর দ্বন্দ্ব প্রসঙ্গে তাঁর মন্তব্য, “আমাদের দল গণতান্ত্রিক। আমার বিরুদ্ধে কেউ চিঠি লিখতেই পারে। তাতে কী হয়েছে। আবার একসঙ্গে কাজ করব। আবার দ্বন্দ্ব হতেই পারে। ঝগড়া বিবাদ থাকবেই। আবার মিটবে। আবার হবে।”

Mahua Moitra stands firm on her position regarding the Matua controversy

আরও পড়ুনঃ প্রাক্তন সেনা কর্মীদের ধর্না মঞ্চে শুভেন্দু! আদালতের শর্ত ভঙ্গের অভিযোগে হাইকোর্টে মামলা

মহুয়ার (Mahua Moitra) বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তৈরি হয়েছে নতুন বিতর্ক। মতুয়া মহাসঙ্ঘের ক্ষোভ, তৃণমূলের অন্দর অস্বস্তি এবং বিজেপির আক্রমণ, সব মিলিয়ে পরিস্থিতি আরও জটিল হচ্ছে। তবে মহুয়া স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, বিরোধীরা যতই যাই বলুক তিনি নিজের অবস্থান থেকে সরছেন না।