বাংলা হান্ট ডেস্কঃ আসন্ন একাধিক পুরসভা নির্বাচন নিয়ে বেশ উত্তেজনা ছড়িয়ে রয়েছে তৃণমূলের (tmc) অন্দরে। এরই মধ্যে কৃষ্ণনগরের প্রশাসনিক সভায় মহুয়া মৈত্রকে (Mahua Moitra) কড়া বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। আর এই বিষয় নিয়েই এবার মুখ খুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ (saumitra khan)।
বিষয়টা হল, বহুবার অভিযোগ উঠেছে, নদিয়া জেলায় তৃণমূলের একাধিক গোষ্ঠী রয়েছে। অভিযোগ আছে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস, নদিয়া উত্তর জেলা তৃণমূলের সভাপতি জয়ন্ত সাহা, তৃণমূল নেতা নরেশ সাহার সঙ্গে সাংসদ মহুয়া মৈত্রের মনোমালিন্য রয়েছে।
নদিয়ার প্রশাসনিক বৈঠকে মহুয়া মৈত্রের উদ্দেশ্যে কিছু কড়া কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘এখানে একটা স্পষ্ট মেসেজ দিতে চাই মহুয়া। পক্ষে-বিপক্ষে কে রয়েছে তা দেখার দরকার নেই। দেখো লোক জোগাড় করে তাঁদের সাজিয়ে ইউটিউবে বা ডিজিট্যালে দিয়ে এলে, এধরনের রাজনীতি একদিন চলতে পারে রোজ চলতে পারে না। নির্বাচনের সময় দল ঠিক করবে কে কার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করবে। এই বিষয়ে কারো কোন মতপার্থক্য থাকা উচিৎ নয়’।
Mamata Banerjee uses everyone. Mahua Moitra also will not stay there (in TMC) for long because she will not get the ticket from TMC after two years: BJP MP Saumitra Khan (1/2) pic.twitter.com/OBEkymjkUq
— ANI (@ANI) December 11, 2021
Mamata Banerjee uses everyone. Mahua Moitra also will not stay there (in TMC) for long because she will not get the ticket from TMC after two years: BJP MP Saumitra Khan (1/2) pic.twitter.com/OBEkymjkUq
— ANI (@ANI) December 11, 2021
এবার মহুয়া মৈত্রের পাশে দাঁড়ালেন সৌমিত্র খাঁ। তিনি বলেন, ‘সবাইকেই ব্যবহার করেন মমতা বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্র খুব বেশিদিন থাকতে পারবেন না তৃণমূলে। দুবছর পর আসন্ন লোকসভা নির্বাচনে ভোটে লড়ার টিকিট পাবেন না মহুয়া মৈত্র। শুধুমাত্র দলে মুখ্যমন্ত্রীর ভাইপো অবস্থান ঠিকঠাক থাকবে। মহুয়া মৈত্র একজন সাংসদ হিসেবে বেশ ভালো কথা বলেন এবং আমি চাই দুবছর পর উনি বিজেপিতে যোগ দিক। আর সেই অপেক্ষাতেই রয়েছি আমি’।
তৃণমূলের গৃহযুদ্ধ! কল্যাণের ‘মাথায় কার হাত!’ মন্তব্যের পাল্টা দিলেন তৃণাঙ্কুর