বাংলাহান্ট ডেস্কঃ বাম সমর্থক মইদুল ইসলাম মিদ্দার (maidul islam) মৃত্যুকে ঘিরে তোলপাড় বঙ্গ। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (mamata banerjee) মৃত বাম সমর্থকের পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা করার পর থেকেই উঠেছে নানারকম প্রশ্ন, সমালোচনার ঝড়।
তৃণমূলনেত্রীকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি নেতা তথাগত রায় (Tathagata Roy)। দাড়িভিটের প্রসঙ্গ টেনে এনে মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেন বিজেপি নেতা। তাঁর কথায়, ‘পুলিশের লাঠির আঘাতে মৃত বাম সমর্থক মইদুল ইসলাম মিদ্দার পরিবারের একজনকে চাকরি দিতে চেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কিন্তু দাড়িভিটের রাজেশ ও তাপসের পরিবারের সদস্যদের তো চাকরি দেওয়া হল না!’
Mamata declares a job for a family member of Maidul Islam Middya,said to have been killed in a police lathi-charge.
But no such succour for the family members of Rajesh and Tapas who were killed in…
— Tathagata Roy (@tathagata2) February 16, 2021
একই ভাবে মুখ্যমন্ত্রী আক্রমণ করেছেন বিজেপির যুব মোর্চার সদস্যা প্রিয়াঙ্কা শর্মাও। তিনিও ট্যুইটে লেখেন, ‘দারিভিটের দুই ছাত্র হিন্দু ছিল তাই রাজেশ ও তাপসের মৃত্যু বোধহয় বেদনার ছিল না! এজন্যই তাদের পরিবার সাহায্য পায়নি আজ অব্দি! উর্দু নয় বাংলা শিক্ষক চাই- এই দাবিতে তাদের পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল। অন্যদিকে মইদুলের পরিবার কিন্তু চাকরির অফার পায় শুধু মুসলিম বলে?’
দারিভিটের দুই ছাত্র হিন্দু ছিল
তাই রাজেশ ও তাপসের মৃত্যু বোধহয় বেদনার ছিল না !এজন্যই তাদের পরিবার সাহায্য পায়নি আজ অব্দি! তাদের মৃত্যু পুলিশের গুলিতে হয়েছিল উর্দু নয় বাংলা শিক্ষক চাই এই দাবিতে, অন্যদিকে মইদুলের পরিবার কিন্তু চাকরির অফার পায় শুধু মুসলিম বলে ?
@tathagata2— Priyanka Sharma 🇮🇳 (@Priyankabjym) February 16, 2021
বৃহস্পতিবার ডাকা নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় বাম সমর্থকদের। সেখান থেকে বেশ কয়েকজনকে পুলিশ গ্রেফতার করলেও, বেশকিছু বাম সমর্থক পুলিশের লাঠির ঘায়ে মারাত্মকভাবে জখম হয়েছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হলে সোমবার সকালে বছর ৩১ -এর বাম সমর্থক মইদুল ইসলাম মিদ্দা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই ঘটনায় শোক প্রকাশ করে তাঁর পরিবারের একজনকে চাকরি দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।