বাংলা হান্ট ডেস্কঃ আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar) প্রাক্তন ছাত্রী অনিন্দিতা সরেনের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য। মৃতার পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ মালদা মেডিক্যাল কলেজের চিকিৎসক উজ্জ্বল সরেনকে আটক করেছে। শনিবার রাতের এই ঘটনায় শুরু হয়েছে জোর তদন্ত।
আরজি করের (RG Kar) প্রাক্তন ছাত্রীর মৃত্যুতে প্রেমিকের হাত, দাবি মৃতার পরিবারের
মৃতার পরিবারের অভিযোগ, মেয়ের ‘প্রেমিক’ই তাঁকে বিষ খাইয়ে খুন করেছে। অনিন্দিতার মা আল্পনা টুডুর দাবি, পুরীর মন্দিরে গিয়েই গোপনে বিয়ে করেছিলেন অনিন্দিতা ও উজ্জ্বল। পরে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছিলেন অনিন্দিতা। সে কথা জানতে পেরে পরিবার তাঁদের সামাজিক মতে বিয়ের পরামর্শ দেয়। অনিন্দিতা রাজি হলেও, উজ্জ্বল নাকি আপত্তি তোলেন। অভিযোগ, প্রেমিকই তাঁকে গর্ভপাত করাতে বাধ্য করেছিলেন।
ধীরে ধীরে দু’জনের সম্পর্ক তিক্ত হয়েছিল। এই অবস্থায় দিন চারেক আগে অনিন্দিতা তাঁর প্রেমিকের সঙ্গে দেখা করার জন্য মালদহে গিয়েছিলেন। শুক্রবার দুপুরে অনিন্দিতার পরিবারে ফোন করে জানানো হয়, তাঁদের মেয়ে অসুস্থ। পরে মালদায় গিয়ে দেখা যায়, অনিন্দিতার মুখ থেকে ফেনা বের হচ্ছে। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তরুণীর।
সেই ঘটনার তদন্তে নামে মালদা পুলিশ। শনিবার রাতে আটক করা হয় মৃতার ‘প্রেমিক’ তথা মূল অভিযুক্তকে। মালদার পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানিয়েছেন, আটক উজ্জ্বল সরেনকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্তের স্বার্থে একাধিক সূত্র খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুনঃ ‘নোয়া কোনওভাবেই খুলব না’, SSC পরীক্ষায় বসলেনই না নববধূ
আরজি কর মেডিক্যাল কলেজের (RG Kar) প্রাক্তন ছাত্রী অনিন্দিতার মৃত্যুর ঘটনায় এখন পুলিশের মূল ফোকাস প্রেমিক উজ্জ্বল সরেনের ভূমিকা। পরিবারের অভিযোগ ও চিকিৎসা রিপোর্ট মিলিয়ে খুন নাকি আত্মহত্যা, তা নিয়েই চলছে তদন্ত।