১, ২ বার নয়, এখানে ৩০ লক্ষ বার পড়া হল শ্রী রাম মূল মন্ত্র, তৈরি হল নতুন রেকর্ড

বাংলাহান্ট ডেস্কঃ গত শনিবার মাসব্যাপী চলতে থাকা যুদ্ধকান্ড পরায়নম সম্পন্ন করল তিরুমালা তিরুপতী দেবস্থানমস (Tirumala Tirupati Devasthanam)। এই যুদ্ধকান্ড পরায়নমের মধ্যে ৩০ লক্ষ বার উচ্চারিত হয় শ্রী রাম মূল মন্ত্র। এই মন্দিরের এক আধিকারিক জানান, এই ৩০ দিনের মধ্যে ব্রাহ্মণরা সীতা রাম লক্ষ্মণ আঞ্জনেয় স্বামী মন্ত্র ৩০ লক্ষ বার পাঠ করেছে।

টিটিডি জানিয়েছেন, ‘এই ঐশ্বরিক অনুষ্ঠানের অংশ হিসেবে বাস্তু হোমাম, চতুরস্তি যোগিনী মন্ডপম, ক্ষেত্রপালক মণ্ডপম, নবগ্রহ মন্ডলাম, শ্রী রাম দশাবরন যন্ত্র পূজা, সোডাসা রামলিংতো ভদ্র মণ্ডল পূজা, রাম চতুরায়ণ কলস পূজা, মন্ত্র পুস্পম এবং দরবার সেবার আধিকারিক প্রদর্শন করা হয়েছিল’।

TTD

তিনি আরও বলেন, অনুষ্ঠানের সূচনা করা হয় ভাগবত প্রার্থনা, বিশ্বসেনা আরাধনা, পুণ্যবচনম, অগ্নি প্রাণায়াম, মুলা মন্ত্র হোমাম, শ্লোক হোমাম, মন্ডপ দেবতা হোমাম, অঙ্গ হোমম এবং পুস্তিকা হোমম্যার মধ্য দিয়ে। শান্তি হোমম, জয়তী হোমম, কুম্ভর্ধন, অর্চনা, নির্ধারন ও নীরজানমও পরিবেশনও করা হয়েছিল। তারপর ১৬ টি কলসির সঙ্গে অঞ্জানেশ স্বামীর অভিষেক করা হয়’।

এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, ‘যুদ্ধকান্ডের শেষ দিনে যোগব্যায়ষ্ঠ্যমের ১০০ টি শ্লোক বাদ দিয়ে ২৮৮ শ্লোক পাঠ করা হয়েছিল। সমস্ত অনুষ্ঠানটা ধর্মগিরি বেদ পিঠাম কে.এস. অবধানির তত্ত্বাবধানেই সম্পন্ন হয়েছে। মহামারির হাত থেকে বাঁচতে এই যুদ্ধকান্ডের আয়োজন করা হয়েছিল’।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর