বাংলাহান্ট ডেস্ক: মঙ্গলবার ঘটা করে তৃণমূলে ফিরেছেন বিজেপির বিক্ষুব্ধ নেতা জয়প্রকাশ মজুমদার (Jay Prakash Majumdar)। গেরুয়া শিবির তাঁকে সাসপেন্ড করেছিল। তারপরেই তাঁর উলটো সুর। অবশেষে জল্পনা সত্যি করেই ফের ঘাসফুলে ফিরেছেন জয়প্রকাশ। এদিকে এই ঘটনায় তাঁর ‘লাথখোর’ তকমা জুটল অভিনেতা মৈনাক বন্দ্যোপাধ্যায়ের (Mainak Banerjee) থেকে!
সোশ্যাল মিডিয়ায় কোনো নাম না করেই ‘বাবা বেবি ও’ অভিনেতা লিখেছেন একটি মাত্র শব্দ, ‘লাথখোর‘। এত ঘৃণায় ভরা কটাক্ষ কার জন্য? সংবাদ মাধ্যমকে অভিনেতা জানান, প্রাক্তন বিজেপি নেতা তথা বর্তমান তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের জন্যই ছিল ওই তকমা।
মৈনাকের বক্তব্য, একটা সময়ে জয়প্রকাশকে প্রকাশ্যে লাথি মেরে দল থেকে বের করে দিয়েছিল তৃণমূল। এখন ফের সেই দলেই জয়প্রকাশ। পুরনো ছবিটি এখনো মৈনাকের কাছে রয়েছে বলে জানান তিনি। অভিনেতা নিজে বাম রাজনীতির সমর্থক। সক্রিয় ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত না থাকলেও ব্যাপারটা ভালোই বোঝেন মৈনাক।
তাঁর বক্তব্য, রাজনীতি ও পরিবারকে গুলিয়ে ফেললে চলবে না। কারণ রাজনীতিতে বহু মানুষেরই স্বার্থ জড়িয়ে থাকে। স্বার্থ প্রসঙ্গেই অভিনেতা অভিনেত্রীদের রাজনীতিতে যোগ দেওয়া ও বেরিয়ে আসার হিড়িক নিয়েও মত প্রকাশ করেন মৈনাক। তাঁর দাবি, অতিমারিতে বিনোদন জগৎ ব্যাপক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তখনি অভিনেতা অভিনেত্রীদের অর্থের লোভ দেখান রাজনীতিবিদরা। তাতেই অমন রাজনীতিতে যোগ দেওয়ার হিড়িক উঠেছিল তারকাদের। তারাও ভেবেছিলেন যে বিজেপিই বাংলায় ক্ষমতায় আসবে। তাই সমস্ত অপমান সয়েও রয়ে গিয়েছিলেন। মৈনাকের বক্তব্য, এখন তাদের হাতে টাকা এসে গিয়েছে। তাই ফের ক্ষমতাসীন তৃণমূলে ফিরছেন দলে দলে।