জনপ্রিয় সংগীতশিল্পী থেকে বিহারের সর্বকনিষ্ঠ বিধায়ক হওয়ার দৌড়! মৈথিলী ঠাকুরের সফর চমকে দেবে

Published on:

Published on:

Maithili Thakur Bihar BJP's new candidate do you know the popular singer
Follow

বাংলা হান্ট ডেস্ক: সকাল থেকেই চলছে বিহারের ভোট গণনা। বিহারের নির্বাচনে আলিনগরের আসন থেকে বিজেপি প্রার্থী হিসেবে এবার দাঁড়িয়ে ছিলেন লোক গায়িকা মৈথিলী ঠাকুর (Maithili Thakur) । নির্বাচন কমিশনারের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২৫ বছর বয়সী এই প্রার্থী গণনায় ১১ রাউন্ড শেষে ৮৫৫১ ভোটে এগিয়ে রয়েছে। যার ফলে এখন সকলের চোখ তার দিকেই রয়েছে। কিন্তু আপনি চেনেন? কে এই মৈথিলী।

বিহারে সবচেয়ে কমবয়সি বিধায়ক হতে পারেন গায়িকা মৈথিলী ঠাকুর, চিনুন তাকে (Maithili Thakur)

লোকসংগীত এর হাত ধরে সংগীত জীবনে প্রবেশ। এছাড়াও লোকসংগীত গাওয়ার জন্যই পরিচিত মুখ মৈথিলী ঠাকুর (Maithili Thakur) । তিনি যখন রাজনীতিতে নামেন, তখন অনেকেই তাকে নতুন মুখ হিসাবে দেখেছিলেন। কিন্তু ফলেই তো ভোটের ধারা বলছে অন্য গল্প। যথারীতি ২০২৫ এর বিহার বিধানসভা (Bihar Election) ভোট নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বী হিসাবে উঠে এসেছেন তিনি।

Maithili Thakur Bihar BJP's new candidate do you know the popular singer

আরও পড়ুন: বাচ্চা নিয়ে ট্রেনে ভ্রমণ করবেন? টিকিট বুকিংয়ের আগে মাথায় রাখুন এই গুরুত্বপূর্ণ নিয়মগুলো

যথারীতি আরজেডি র প্রবীণ নেতা বিনোদ মিশ্রকে পেছনে ফেলিয়ে এগিয়ে রয়েছেন এই গায়িকা। পাশাপাশি রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই ফলাফলের ধারা যদি তিনি বজায় রাখতে পারেন তাহলে তিনি হতে চলেছেন বিহারের সবথেকে কম বয়সী বিধায়ক। যদিও জানা যায় চলতি বছর জুলাই মাসে ২৫ শে পা দিয়েছেন তিনি। আর তারপরেই এইবার প্রথম নির্বাচনের লড়াইতে এমন দাপট দেখাবেন তা অনেকেই ভাবতে পারেননি।

সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেওয়া ইন্টারভিউ তে মৈথিলী ঠাকুর (Maithili Thakur) জানান, “এটা সত্যিই স্বপ্নের মতো। মানুষ আমার প্রতি অনেক প্রত্যাশা রেখেছে… এটা আমার প্রথম মেয়াদ হবে এমএলএ হিসেবে, আর আমি আমার এলাকার জন্য প্রাণপণ চেষ্টা করবো। আমি আমার মানুষদের মেয়ে হয়ে তাদের জন্য কাজ করব। এখন আমার চোখে শুধু আলিনগর, আর কীভাবে ওদের জন্য সবচেয়ে বেশি কাজ করতে পারবো, সেটাই ভেবে চলেছি।”

যদিও ভোট প্রচারের সময় তিনি বলেছিলেন, যদি তিনি এই ভোটে জয়ী হন তাহলে আলীর নগরের নাম পরিবর্তন করে সীতা নগর রাখার উদ্যোগ নেবেন। এছাড়াও আজকে সকালে ইন্ডিয়া টুডেকে দাওয়াত দেওয়া সাক্ষাৎকরে তার সেই পুরনো প্রতিশ্রুতি উল্লেখ করেছেন। যদিও মৈথিলী ঠাকুর মূলত সংগীত জগতের মুখ। বহু বছর ধরে তিনি ভারতীয় সংগীত, শাস্ত্রীয় সংগীত, ভোজপুরি সংগীত তাছাড়া ভক্তিমূলক ভজন ও হালকা ভাঁজের ফিল্মি গান করেন।

জানা যায় তিনি জন্মগ্রহণ করেছিলেন মধুমনি বেনিপট্টিতে। পরে তার পরিবার সঙ্গীত চর্চার কারণে দিল্লিতে চলে আসেন। যদিও তার বাবা পেশায় একজন সংগীত শিক্ষক। পাশাপাশি ছোটবেলা থেকেই বাবা ও দাদুর কাছ থেকে নিয়মিত গানের তালিম নিতেন মৈথালী। এরপর ২০১৭ সালে তিনি রাইজিং স্টার ইন্ডিয়ার রিয়ালিটি শো’তে অংশগ্রহণ করেন। এরপর থেকেই তিনি দেশব্যাপী পরিচিতি লাভ করেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় তিনি জনপ্রিয় হয়ে ওঠেন।

যদিও এইবার প্রথম নির্বাচনে মৈথালী ঠাকুর (Maithili Thakur) প্রথম রাজনৈতিক ময়দানে পা রাখলেন। কিন্তু অল্প সময়ের মধ্যে তিনি জনসংযোগ বক্তব্য ও সাংস্কৃতিক প্রভাব ফেলে আলীনগরের জমি যে শক্ত করেছেন। তা নতুন সদস্যদের কাছে দেখার মতন। এছাড়াও তার জনপ্রিয়তা এবং তরুণ অনেক ভোটারদের কাছে নতুন আশার বার্তা হিসেবেও ধরা দিয়েছে।