এ বছর দুর্গাপুজোয় কলকাতায় আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ রাজ্যের সাতটি বড় দুর্গাপুজোয় উদ্বোধনের জন্য ডাক পেয়েছেন অমিত শাহ৷ সেই আমন্ত্রণপত্র গ্রহণ করেছেন তিনি৷ বুধবার রাজ্যের শীর্ষ নেতৃত্বদের নিয়েই একটি দলীয় বৈঠকে পুজো উদ্বোধন করতেই রাজ্যে আসার ইচ্ছা প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ তাই বুধবারের পর থেকে এ বার রাজ্যের বেশির ভাগ পুজো কমিটিই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে দিয়ে পুজো উদ্বোধন করাতে আগ্রহী হয়েছে৷ ইতিমধ্যেই সেই পুজো কমিটিগুলোও রাজ্য বিজেপির সঙ্গে যোগাযোগ করেছে বলেই সূত্রের খবর৷
কলকাতার বুকে বড়সড় পূজা গুলিতে উদ্বোধক হিসেবে অমিত শাহকেই চাইছেন পূজা কমিটির উদ্যোক্তারা৷ কিন্তু বেশিরভাগ পুজো কমিটি গুলিতে আক্রমণের মুখে পড়তে হচ্ছে বিজেপি প্রতিনিধিদের বিজেপির দাবি এমনটাই৷ কারণ হিসেবে উঠে এসেছে ওই সমস্ত পুজো উদ্বোধনের জন্য অমিত শাহকে আমন্ত্রণ যার কথা জানার পর তৃণমূল কংগ্রেস প্রভাবিত ব্যক্তিরা কমিটিগুলিতে গন্ডগোল বাধাচ্ছে, এমন অভিযোগ জানিয়েছেন বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু৷ পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, অনেক পূজা কমিটি দল থেকে আর্থিক অনুদান চেয়েছে৷
উল্লেখ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলীয় নেতৃত্বদের বিভিন্ন সাংস্কৃতিক এবং সামাজিক অনুষ্ঠানে যোগ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন৷ সেই মতো এ বার বিধানসভা নির্বাচনকেই বাগে আনতে দুর্গা পুজোকে হাতিয়ার করে ছাপাতে চাইছে রাজ্য বিজেপি৷ কিন্তু এক চুল ছেড়ে দিতে নারাজ তৃণমূল কংগ্রেস৷ এত দিন অবধি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই কলকাতার বড়সড় পুজোগুলোর উদ্বোধন হত, সে ক্ষেত্রে এ বার সেই জায়গায় কিছুটা হলেও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জায়গা পাচ্ছেন৷ সব মিলিয়ে যেন তুমুল প্রতিদ্বন্দ্বিতা শুরু হয়েছে দুর্গা পুজোকে ঘিরে৷