চালু হচ্ছে জোকা-তারাতলা ও নিউ গড়িয়া-রুবি মেট্রো! পুজোর আগেই বড় সুখবর বাঙালিদের জন্য

বাংলাহান্ট ডেস্ক : পুজোর আগেই কলকাতাবাসীর জন্য জোড়া সুখবর দিল কলকাতা মেট্রো। কলকাতার নির্মীয়মান দুটি মেট্রো রুটে প্রকল্পে অগ্রগতির কথা শোনালো মেট্রো রেল কর্তৃপক্ষ।জোকা থেকে তারাতলা এবং নিউ গড়িয়া থেকে রুবি হেমন্ত মুখোপাধ্যায় স্টেশনের কাজের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেছে তারা। পুজোর আগেই কলকাতা মেট্রো কর্তৃপক্ষ কমিশনার অব রেলওয়ে সেফটির কাছে এই দুই রূটে পরিষেবা শুরু করা নিয়ে আবেদন করতে চলেছে।

কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন,”ইতিমধ্যেই জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রো ট্রায়াল রান সফল হয়েছে।আমরা কমিশনার অফ রেলওয়ে সেফটির কাছে এই মাসের ১৯ তারিখের মধ্যেই যাবতীয় কাগজপত্র পেশ করব।” এরই সাথে তার আরও সংযোজন যে তারা আগামী এক মাসের মধ্যে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা শুরু করার আবেদনও জানাবেন।

মেট্রো রেল কর্তৃপক্ষ আশা করছে আবেদন জমার এক মাসের মধ্যেই তারা পরিষেবা শুরু করার অনুমতি পেয়ে যাবেন। এছাড়াও কর্তৃপক্ষের আশা আগামী বছর জুন মাসের মধ্যেই গঙ্গার নিচ দিয়ে আন্ডার ওয়াটার মেট্রো পরিষেবাও শুরু হয়ে যাবে।অরুণ অরোরার আরো দাবি, ২০২৫-২৬ সালের মধ্যে সল্টলেক থেকে বিমানবন্দর পর্যন্তও মেট্রো পরিষেবা শুরু হয়ে যেতে পারে।

sealdah metro station 1

উল্লেখ্য ,কলকাতা সহ পার্শ্ববর্তী উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা ও হাওড়া জেলার মধ্যে মেট্রো রেল সম্প্রসারণ এর কাজ চলছে বহুদিন ধরেই। কলকাতা শহরের রাস্তার উপর গাড়ির চাপ কমানোর জন্য শহরবাসী তাকিয়ে রয়েছে নির্মীয়মান মেট্রো রুট গুলির উপর। এই মেট্রো লাইনগুলি সফলভাবে চালু হলে কলকাতা শহরের যানজটের ছবি অনেকটাই বদলে যাবে বলে আশা করা হচ্ছে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর