গুরুদ্বার থেকে হয়েছিল ঘোষণা, এরপরই জড় হয় আরও ভিড়! চাঞ্চল্যকর রিপোর্ট পাঞ্জাবের ঘটনা নিয়ে

বাংলা হান্ট ডেস্কঃ আর কিছুদিন পরেই পাঞ্জাবে অনুষ্ঠিত হতে চলেছে বিধানসভা নির্বাচন। আর এর আগেই বুধবার ফিরোজপুরে হুসাইনিওয়ালার সভায় প্রধানমন্ত্রী মোদীকে পৌঁছতে বাধা দেওয়ায় রাজনীতির আবহাওয়া বিষয়টি উত্তপ্ত হয়ে উঠেছে। ডেইলি ট্রিবিউন অনুসারে, ফিরোজপুরের ডিআইজি ইন্দরবীর সিং এবং এসএসপি হরমনদীপ সিং হান্স ফিরোজপুর জেলায় প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে যাচ্ছিলেন, কিন্তু ২০০ জন বিক্ষোভকারী রাস্তা অবরোধ করে।

বিক্ষোভকারীদের কারণে তাঁরা পৌঁছাতে পারেনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় একটি ফ্লাইওভারে ১৫ থেকে ২০ মিনিটের জন্য আটকে ছিল। আর তখন কাছের একটি গুরুদ্বার থেকে ঘোষণা করা হয়। সেই ঘোষণা শুনে আরও কৃষক সেখানে পৌঁছে যায়। এরপর প্রধানমন্ত্রীর নিরাপত্তা ঝুঁকির মুখে দেখে ওনাকে সেখান থেকে বের করার সিদ্ধান্ত নেয় এসপিজি দল।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তায় গাফিলতি ধরা পড়ার পর অনেক বিজেপি নেতা, মন্ত্রী নিজের প্রতিক্রিয়া দিয়েছেন। অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, “এটি লজ্জার বিষয় যে বিক্ষোভকারীরা পাঞ্জাবের কল্যাণের জন্য উন্নয়ন প্রকল্প চালু করতে যাওয়া প্রধানমন্ত্রী মোদীর কনভয়কে থামিয়ে দেয়। এটি একটি গুরুতর নিরাপত্তা ত্রুটি। পাঞ্জাবের মুখ্যমন্ত্রী বিষয়টিকে আরও খারাপ করে তুলেছেন।”

উনি বলেন, “যখন প্রধানমন্ত্রী পাঞ্জাবের সর্বাত্মক উন্নয়ন নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা করছেন, তখন এই ঘটনাটি দেখায় যে কংগ্রেস কীভাবে উন্নয়নে কম আগ্রহী এবং শুধুমাত্র রাজনীতি করতে চায়। গুরুত্বপূর্ণ সীমান্তের রাজ্যে এই ধরনের নিরাপত্তা লঙ্ঘনের সর্বোচ্চ পর্যায়ে তদন্ত হওয়া উচিত।”

Koushik Dutta

সম্পর্কিত খবর