বাংলা হান্ট ডেস্কঃ ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রশাসনিক স্তরে বড় পরিবর্তন। রাজ্য পুলিশের (West Bengal Police) শীর্ষস্তরে একসঙ্গে বদলি করা হলো একাধিক আধিকারিককে। নবান্নের নির্দেশে এই রদবদলে ২৩ জন IPS এবং ৩ জন WBPS আধিকারিককে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচনের আগে এই সিদ্ধান্তকে তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।
বিধানসভা নির্বাচনের আগে রাজ্য প্রশাসনিক স্তরের (West Bengal Police) এই রদবদলকে ইঙ্গিত পূর্ণ বলে মনে করা হচ্ছে
২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের প্রশাসনিক স্তরের এই রদবদল যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক ও প্রশাসনিক মহল। যদিও প্রশাসনের দাবি, এটি রুটিন বদলিরই অংশ।এই রদবদলের ফলে রাজ্যের বিভিন্ন জেলা, রেঞ্জ এবং একাধিক পুলিশ কমিশনারেটে গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন এসেছে।
নবান্ন সূত্রে জানানো হয়েছে, মেদিনীপুর রেঞ্জের ডিআইজি অনুপ জয়সওয়ালকে রাজ্য সিআইডি-র আইজিপি পদে নিযুক্ত করা হয়েছে। একই সঙ্গে অরিজিৎ সিনহাকে মেদিনীপুর রেঞ্জের ডিআইজি পদে বহাল রাখা হয়েছে। পাশাপাশি তাঁকে জঙ্গলমহল ব্যাটেলিয়নের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। কালিম্পংয়ের পুলিশ সুপার শ্রীহরি পাণ্ডেকে উত্তরবঙ্গ আইবি বিভাগের ডিআইজি পদে নিয়োগ করা হয়েছে।
হাওড়া পুলিশ কমিশনারেটেও গুরুত্বপূর্ণ বদলি হয়েছে। ডিসি সেন্ট্রাল বিশ্বজিৎ মাহাতোকে স্থানান্তরিত করে বিধাননগর পুলিশ কমিশনারেটের ডিসি স্পেশাল ব্রাঞ্চ (এসবি) পদে পাঠানো হয়েছে। হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি ট্রাফিক সুজাতা কুমারী বীণাপানিকে একই কমিশনারেটের ডিসি হেডকোয়ার্টার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও হাওড়া, বিধাননগর, ব্যারাকপুর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর-সহ একাধিক পুলিশ কমিশনারেটের শীর্ষ স্তরেও রদবদল করা হয়েছে (West Bengal Police)।

আরও পড়ুনঃ কড়া পাহারা বাংলায়! বিধানসভা ভোট নিয়ে কড়া সিদ্ধান্তের পথে কমিশন
রাজ্য পুলিশ (West Bengal Police) সূত্রে জানা গেছে, বদলি হওয়া আধিকারিকরা খুব শীঘ্রই তাঁদের নতুন দায়িত্বপ্রাপ্ত পদে যোগদান করবেন এবং নির্ধারিত দায়িত্ব সামলাবেন।












