মকর সংক্রান্তিতে মহাযোগ, ভাগ্য বদলে যাবে এই ৬ রাশির জাতক জাতিকাদের

Published On:

আগামী ১৪ জানুয়ারি মকরসংক্রান্তি (makarsangkranti) । এদিন সূর্য শ্রবণ নক্ষত্রের উপস্থিতিতে মকর রাশিতে প্রবেশ করবে। এই সময়ে সৃষ্টি হবে ধ্বজ যোগের। একই সাথে দেবগুরু বৃহস্পতিও এদিন মকর রাশিতে থাকবে। যার ফলে সৃষ্টি হবে মহাযোগ। আর এই মহা যোগে বদলে যাবে ৬ রাশির ভাগ্য। আসুন জেনে নি এই ৬ রাশির ভাগ্যে কি পরিবর্তন ঘটতে চলেছে।

মেষ- মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক পরিস্থিতি মজবুত থাকবে। দূর হবে কাজে বাধা। বাড়তে পারে আয়ও

কর্কট- এই রাশির জাতকদের ব্যবসায় বৃদ্ধি হবে, বাড়বে সম্পদের। রাশির জাতিকাদের হতে পারে ধন যোগ। দাম্পত্য জীবনে সুখ ও আনন্দ থাকবে। হঠাৎই কোনো সুখবর পেতে পারেন।

কন্যা- মান-সম্মান ও পদোন্নতির দুইয়েরই প্রবল সম্ভাবনা প্রবল। বাড়বে উপার্জনও। পরিবারের সঙ্গ লাভ করবেন। তবে কাউকে ঋণ দেওয়ার আগে ভেবে দেখবেন। ঋণের জন্য সময় উপযুক্ত নয়।

তুলা- কন্যা রাশির মতো তুলা রাশির জাতক জাতিকাদের জন্য এই সময় উপার্জন বাড়তে চলেছে। তবে এই সময় খুব ভাবনা চিন্তা করে কথা বলবেন। মুখের ভাষা আপনার জন্য বিপদের কারন হতে পারে।

ধনু- ধনু রাশির জাতক জাতিকাদের দাম্পত্য জীবন সুখ সমৃদ্ধিতে ভরে উঠতে চলেছে। পাশাপাশি সন্তানের তরফ থেকে সুসংবাদ পেতে পারেন। বাড়বে আয়ও।।

মীন- মীন রাশিরও রয়েছে আর্থিক যোগ৷ বাড়বে ধন সম্পদ ও আয়ের পরিমান। বাড়তে পারে

 

X