বাড়িতেই বানিয়ে ফেলুন শখের ফুলের বাগান, শুধু মাথায় রাখুন কয়েকটি বিষয়

বাংলাহান্ট ডেস্কঃ পাহাড়বাসীই হোক কিংবা সমতলবাসী, বাগান করার শখ সকলেরই একটু আধটু থাকে। বাড়ির সামনে বা পেছনের ফাঁকা জায়গা হোক, কিংবা জায়গার অভাবে টবেই হোক, সুন্দর ফুলের গাছ লাগাতে সকলেই পছন্দ করেন। সেই বাগানের পেছনে যেমন কিছুটা সময়ও কেটে যায়, তেমনই আবার বাড়ির শোভাও বাড়িয়ে তোলে গাছের সুন্দর ফুল।

163354kalerkantho 18 7 16 AK 14

অনেকেই আছেন যারা বাড়িতে সুন্দর বাগান তো তৈরি করতে চান, কিন্তু গাছ এনে টবে লাগালেও তা সুন্দর ফুল দিতে পারে না। অসময়েই মারা যাচ্ছে গাছ, কিংবা কুড়ি ফুটে ওঠার আগেই তা ঝরে যাচ্ছে। চিন্তা করবেন না, সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন এখনই। জেনে নিন উপায়-

flower plant 600x321 1

বাজার থেকে প্রথমে টাটকা সতেজ কিছু ফুল গাছের চারা কিনে আনুন। সম্ভব হলে সেই সঙ্গে জৈব সার আর কোকোপিটও কিনে আনতে পারেন।

flowers

তারপর তা বাড়ির ছাদে হোক কিংবা বারান্দায়, রোদ আসে এমন জায়গায় গাছ লাগিয়ে টবটা রাখুন।

গোলাপ 696x436 1

টবে নিয়মিত জল দিন। মাঝে মধ্যে খোল পচা, বা বাজার থেকে কেনা জৈব সার দিয়ে গাছের গোড়া পরিস্কার পরিচ্ছন্ন রাখুন। পারলে মাঝে মধ্যে গাছের পাতায় পোকা মারা ওষুধ স্প্রে করেও দিতে পারেন। তাহলেই পাবেন আপনার শখের ফুলের বাগান।

Smita Hari

সম্পর্কিত খবর