মেকআপ এর জন্য সঠিক ফাউন্ডেশান বাছবেন কীভাবে?টেস্ট করাই সঠিক উপায় জানুন

Published on:

Published on:

Make Up Tips if you don't test the right foundation shade your makeup can ruin your entire look

বাংলা হান্ট ডেস্ক: সামনেই দুর্গাপুজো। ইতিমধ্যে পূজোর শপিং অধিকাংশ মানুষের শেষ হয়ে গিয়েছে। এছাড়াও পুজোর সময় নতুন পোশাকের পাশাপাশি দরকার সাজগোজ। কারণ উৎসবের আনন্দে নিজেকে ঝলমলে করে তোলা অন্যতম কারণ। সবথেকে গুরুত্বপূর্ণ অংশ হল মেকআপ। মেকআপ বেস যদি ঠিকঠাক ভাবে না বসে তাহলে লোকটা ফিকে হয়ে যায়। ফাউন্ডেশন কেনার সময় বেশ কিছু বিষয় মাথায় রাখা দরকার (Make up Tips)। কারণ নিজের স্কিনটন বা আন্ডারটন এর সঙ্গে মানানসই সেট বেছে না নিলে মেকআপে আসবেনা নিখুঁত লুক। এবার প্রশ্ন আসবে কিভাবে বুঝবেন কোন ফাউন্ডেশন আপনার জন্য পারফেক্ট। আজ আপনাদের সঙ্গে এমন কিছু সহজ নিয়ম বলবো যা মেনে চললে এর উত্তর আপনি পাবেন।

সঠিক ফাউন্ডেশন শেড টেস্ট না করলে মেকআপে নষ্ট হতে পারে পুরো লুক (Make Up Tips)

মেকাপের অন্যতম প্রধান জিনিস হল ফাউন্ডেশন। ফাউন্ডেশন অনেকটা ক্যানভাসে প্রাইমার এর মতন। কারণ মেকআপ কে ফুটিয়ে তুলতে সঠিক সেট বেছে না নিলে আপনি কোনভাবেই সাজ কে সঠিক করতে পারবেন না। এবার ভুল রঙের ফাউন্ডেশন ব্যবহার করলে মুখ ধবধবে বা ম্লান দেখতে লাগবে। তাই নিজের স্কিনটোনও আন্ডার কোন বুঝে ফাউন্ডেশন কেনা একান্তই প্রয়োজন (Make Up Tips)।

Make Up Tips if you don't test the right foundation shade your makeup can ruin your entire look

আরও পড়ুন: অনুদান নয়, স্বনির্ভরতার বার্তা নিয়ে লক্ষ্মীর ভান্ডারের টাকাতেই হচ্ছে ভাঙড়ের দুর্গাপুজো

কিভাবে নিজের স্ক্রিন টোন অনুযায়ী ফাউন্ডেশন বেছে নেবেন তা ধাপে ধাপে বলা হল

১) প্রথমে নিজের স্ক্রিন টোনটি কে চিনুন। মানে আপনি উজ্জ্বল (ফেয়ার), গমগমে (মিডিয়াম), শ্যামলা (ডাস্কি) সেটি আগে চিনুন।

২) এরপর আন্ডার টেন মানে ত্বকের ভেতরের রংটি চিনুন। মানে আমাদের আন্ডারটোন প্রধানত তিন রকমের হয়। ১) কুল, ২) ওয়ার্ম ৩) নিউট্রাল। আন্ডারটোন দেখে ফাউন্ডেশন কেনা একান্তই জরুরী।

৩) হাত বা গলায় নয়, জ-লাইনে ফাউন্ডেশন সেড টেস্ট করুন। কারণ যে সেডটি গায়ের সঙ্গে মিশে যাবে সেটি আপনার পারফেক্ট ম্যাচ।

৪) কখনো দোকানের আলোয় ফাউন্ডেশন কিনবেন না। তাহলে আপনি আপনার ত্বকের টোনটি চিনতে পারবেন না।

৫) অয়েলি স্ক্রিনের জন্য বেছে নিন ম্যাট ফিনিশ। আর আপনার যদি ব্রাইস্ক্রিন হয় তাহলে ব্যবহার করতে পারেন ডিউই বা গ্লোই ফিনিশ। এগুলি সব ধরনের স্কিনটাইপে ন্যাচারাল লুক দেয়।

মনে রাখবেন: ফাউন্ডেশন সব সময় এক সেড হালকা নিলে মুখ সাদা দেখাবে। আবার ডিপ নিলে ম্লান দেখাবে। এবার আপনি চাইলে দুটি ফাউন্ডেশনকে মিশিয়ে নিজের সেট তৈরি করে নিতে পারেন (Make Up Tips)।