মেকআপের গুনে আলুও সুন্দরী! ভাইরাল ভিডিও দেখে ধোঁকা খেতে বাধ্য

বাংলাহান্ট ডেস্ক: বেশিরভাগ মহিলার জীবনেরই একটা অবিচ্ছেদ‍্য অংশ হল মেকআপ। বিভিন্ন ধরনের প্রসাধন সামগ্রীর জন‍্য অকাতরে হাজার হাজার টাকা বিলিয়ে দেন এমন মানুষের সংখ‍্যা প্রচুর। তবে ব‍্যতিক্রমও রয়েছে এর মধ‍্যে যারা মেকআপ ছুঁয়েও দেখেন না। কিন্তু যারা মেকআপ করতে ভালবাসেন শুধুমাত্র তারাই জানেন এর নেশাটা ঠিক কেমন। ইউটিউবে নানা মেকআপ টিউটোরিয়াল দেখা ও সেগুলো নিজের বা বান্ধবীদের উপরে ব‍্যবহার করতে অনেকেই ভালবাসেন। আর এখন প্রকৃত অর্থেই ইউটিউব ও সোশ‍্যাল মিডিয়ায় মেকআপ টিউটোরিয়াল ভিডিওর ছড়াছড়ি।

তেমনই একটি মেকআপের ভিডিও প্রকাশ‍্যে এসেছে সোশ‍্যাল মিডিয়ায়। তবে এই ভিডিওতে কোনও মহিলা বা পুরুষের মুখে মেকআপ করা হয়নি। বরং করা হয়েছে একটি আলুর ওপর। হ‍্যাঁ, ঠিকই পড়েছেন। তবে মেকআপের কল‍্যানে আলু বলে চেনে কার সাধ‍্য! একেবারে কোনও সুন্দরী মহিলা মতোই রূপ খুলেছে আলুর। সুন্দর ভাবে লেগে থাকা মাটি পরিষ্কার করে ক্রিম, ফাউন্ডেশন, আইশ‍্যাডো, আইলাইনার, লিপস্টিক লাগিয়ে সাজানো হল আলুকে।

মেকআপের পর এই আলু দেখে কোনও সুন্দরী রমনী ভেবে ভ্রম হতেই পারে। এই ভিডিও এখন রীতিমতো ভাইরাল নেটদুনিয়ায়। চিরপরিচিত আলুর এমন রূপান্তর দেখে চোখ কপালে উঠেছে নেটিজেনদের। অনেকেই মন্তব‍্য করেছেন এক ঝলক দেখে বোঝা অসম্ভব যে এটা আলু। পাশাপাশি শিল্পীর দক্ষতার প্রশংসাও করেছেন তারা।

676777897

প্রসঙ্গত, প্রায় দিনই নানা ভিডিও ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। তার মধ‍্যে রয়েছে পশু পাখির ভিডিওও। এরই মধ‍্যে উঠে আসে এমন কিছু ভাইরাল ভিডিও যা থেকে বোঝা যায় মানুষের সুপ্ত প্রতিভা। এই ভিডিওটিও সেই কথাই প্রমান করল আবার।

Niranjana Nag

সম্পর্কিত খবর