বাংলা হান্ট ডেস্ক: পূজো আসতে আর কয়েকটা দিন। ইতিমধ্যে অনেকেই পুজোর শপিং শুরু করে দিয়েছে। পুজোর সময় নতুন পোশাকের সঙ্গে মানানসই মেকআপ না হলে সাজ পরিপূর্ণ হয় না। পূজো আসার আগে আবহাওয়া দফতরের তরফ থেকে বৃষ্টির পূর্বাভাস জানিয়েছেন। এই বৃষ্টির পূর্বাভাসে মেকআপ কে অক্ষত রাখা যথারীতি কঠিন চ্যালেঞ্জ। কিন্তু আজ আপনাদের সঙ্গে এমন কিছু টিপস শেয়ার করব (Makeup Tips)। যা মেনে চললে আপনার মেকআপ (Makeup) থাকবে একেবারেই অক্ষত।
পুজোয় বর্ষাতেও নষ্ট হবে না সাজ, মেকআপ ঠিক রাখার উপায় (Makeup Tips)
মেকআপ (Makeup) করতে ভালোবাসে না এমন মানুষ খুব কম আছে। তবে পুজোর সময় ভিড়ে, গরমে মেকআপ গলে যায়। তার উপর এবার পুজোয় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এছাড়াও আজকাল সকলে হালকা মেকআপ করতে ভালোবাসে। এবার জেনে নিন সেলিব্রেটিদের মতন মেকআপ যা অল্প মেকআপ প্রডাক্ট (Makeup Product) দিয়ে অসাধারণ সাজ হতে পারে (Makeup Tips)।
প্রথমে ভারী মেকআপ বাদ দিন। আর মেকআপ করার আগে ভালোভাবে মুখ ধুয়ে নিন। এরপর ভালোভাবে টোনার দিন। এবার ময়শ্চারাইজার লাগিয়ে ৫ মিনিট অপেক্ষা করুন। এতে মেকআপ (MakeUp) দীর্ঘস্থায়ী থাকবে।
এরপর প্রাইমার (Primer) মাখুন। প্রাইমার হল মেকআপের প্রথম ধাপ। এরপর ফাউন্ডেশনের ক্ষেত্রে ম্যাটিফাই ওয়াটার প্রুফ ফাউন্ডেশন ব্যবহার করুন। বেশি ভারী মেকআপ এড়িয়ে চলা বুদ্ধিমত্তের কাজ। এছাড়াও আপনি ফাউন্ডেশনের বদলে ব্যবহার করতে পারেন বিবি ক্রিম বা সিসি ক্রিম। যা ত্বকের সঙ্গে মিশে গিয়ে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা দেয়।
আরও পড়ুন: মাংস ফেল! সামান্য মশলা আর রুই মাছ দিয়ে বানান অসাধারণ এই রেসিপিটি, জমবে লাঞ্চ
এরপর মেকাপ শুরু হওয়ার আগে চোখের তলার কালি ঢাকার জন্য ব্যবহার করুন কনসিলার। এটি যে শুধুমাত্র চোখের নিচের কালি লুকাবে তা নয়। বরং আপনার সাজকে আরো উজ্জ্বল করে তুলবে।
এরপর চোখের সাজের দিকে নজর দেওয়া ও জরুরী। বর্ষার সময় আয়েশাডো বা আইলাইনার সহজেই উঠে যায়। এর জন্য বর্ষাকালে ওয়াটার প্রুফ আইলাইনার ও মাস্কারা বেছে নেওয়া উচিত। পাশাপাশি লিপস্টিকের জন্য ব্যবহার করতে পারেন ম্যাট লিপস্টিক। এবার আপনি যদি পছন্দ করেন তাহলে হালকা পাউডার দিয়ে সেটিকে সেট করে নেবেন।
এরপর পুজোর সময় ঠাকুর দেখতে গেলে মুখে একটা গোলাপী আভা সূর্যের নরম আলো পড়ার মতন ভাব থাকে। ব্রোঞ্জার বা ব্লাশ না থাকলে থাকলে সাজটা অসম্পূর্ণ মনে হয়। কিন্তু বর্ষার দিনে পাউডার ব্লাশ (Blush) সহজেই ভিজে বা ঘামে নষ্ট হয়ে যেতে পারে। তাই ডিম অথবা লিকুইড ব্ল্যাশ ব্যবহার করা উচিৎ।
এরপর আইভ্রো যদি মুখের কাঠামো অনুযায়ী না হয় তাহলে আপনার সাজ সম্পূর্ণ হবে। তাই পুজোর সময় আইভ্রো ঠিকঠাক থাকা একান্তই জরুরী। তবে বর্ষায় ভিজে আবহাওয়া আইভ্রো সাজ ঠিক থাকে না। তাই এই সময় জেল বা ওয়াক্স ব্যবহার করা জরুরী। এরপর আপনার আইভ্রো প্রতিটি চুল সঠিক আকারে থাকবে। পাশাপাশি সারাদিন নিখুঁত থাকবে।
এরপর পুরো মেকআপ (Makeup) টি হয়ে গেলে ভালো কোয়ালিটির মেকআপ সেটিংস স্প্রে ব্যবহার করুন। এর ফলে আপনার মেকআপ টি দীর্ঘ সময় পর্যন্ত ভালো থাকবে। পাশাপাশি টক যদি শুষ্ক লাগে তাহলে হালকা করে এই স্প্রে’টি মুখে করে নিতে পারে। এর ফলে আপনাকে অনেকটা সতেজ রাখবে।