আরবাজকে ছেড়ে অর্জুন কাপুরের সঙ্গে লিভ ইন, বিয়ের আগেই ফের অন্তঃসত্ত্বা মালাইকা! ভাইরাল ছবি

Published On:

বাংলাহান্ট ডেস্ক: ফের গর্ভবতী হয়েছেন মালাইকা অরোরা (malaika arora)। দ্বিতীয় বার মা হতে চলেছেন তিনি। সম্প্রতি এমনই খবর ভরে গিয়েছে সোশ‍্যাল মিডিয়া। আরবাজ খানকে ছেড়ে এখন অর্জুন কাপুরের (arjun kapoor) সঙ্গে লিভ ইন সম্পর্কে রয়েছেন মালাইকা। খুব শীঘ্রই নাকি বিয়েও করতে চলেছেন তাঁরা। তার আগেই জল্পনা শুরু হল মালাইকার প্রেগনেন্সি নিয়ে।

সম্প্রতি করোনা মুক্ত হওয়ার পর ফের পুরনো জীবনে ফিরে গিয়েছেন অভিনেত্রী। ধূসর রঙের ট‍্যাঙ্ক টপ, সাদা হট প‍্যান্ট ও কালো মাস্কে পাপারাৎজির ক‍্যামেরায় ধরা দেন তিনি। মালাইকার এই সেক্সি জিম লুক দেখে অনেকেরই চোখ কপালে উঠেছে।


তবে এই ছবিতেই কয়েকজন খুঁজে পেয়েছেন চমকদার ব‍্যাপার। নেটিজেনদের একাংশের মতে ফের মা হতে চলেছেন মালাইকা আরোরা। ধূসর জিম আউটফিট ভেদ করে বেরোচ্ছে হটনেস। তাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে বেবি বাম্প। অর্জুনের সন্তানের মা-ই হতে চলেছেন মালাইকা, এমনটাই বক্তব‍্য নেটজনতার।

https://www.instagram.com/p/CF4ixMnHRi0/?igshid=1qo7brotp3zav

 

তবে এখনো এই বিষয়ে কোনো কিছুই বলেননি মালাইকা বা অর্জুন। লকডাউনেও একই সঙ্গে ছিলেন তাঁরা। যে কারনে বয়ফ্রেন্ড অর্জুন কাপুরের পরপরই করোনা পজিটিভ হওয়ার খবর জানিয়েছিলেন মালাইকা। সেই নিয়ে বেশ তোলপাড় হয় সোশ‍্যাল মিডিয়া।

অবশ‍্য এর আগে এক সাক্ষাৎকারে অর্জুনের সঙ্গে সম্পর্কের বিষয়ে খুল্লমখুল্লা আলোচনা করেন মালাইকা। সেখানে তিনি জানান, এক এক পা করে সম্পর্কটাকে পরিণতি দেওয়ার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাঁরা। তবে বিয়ে কবে হবে সেটা এখনও ঠিক নেই। এরপরেই মালাইকা জানান, অর্জুনের সঙ্গে সন্তানের জন্ম অবশ‍্যই দিতে চান তিনি।

X