অর্জুনের সঙ্গে দেখা করার তাড়ায় প‍্যান্ট পরতেই ভুলে গেলেন! ভাইরাল ভিডিওয় কুৎসিত ইঙ্গিত মালাইকাকে

বাংলাহান্ট ডেস্ক: তিনি যাই পরুন না কেন, তাতেই ট্রোল হন। সোশ‍্যাল মিডিয়ায় নেটনাগরিকদের সবথেকে সোজা নিশানা সম্ভবত মালাইকা অরোরাই (Malaika Arora)। পোশাক থেকে শুরু করে হাঁটার ধরন, এমনকি ছেলেকে জড়িয়েও নোংরা কটাক্ষের শিকার হন অভিনেত্রী। তবুও বোল্ড পোশাক পরতে ছাড়েন না মালাইকা। তাঁর ভাবটা এমন, কুছ তো লোগ কহেঙ্গে। লোগোঁ কা কাম হ‍্যায় কহেনা!

তা এবার কী জন‍্য ট্রোল হলেন মালাইকা? ফের ট্রোলারদের নিশানায় তাঁর পোশাক। ছোট্ট শার্ট আর তার উপরে বাদামী পুলোভার পরে মুম্বইয়ের রাস্তায় বেরিয়েছিলেন মাল্লা। কিন্তু তাঁর পা ছিল সম্পূর্ণ অনাবৃত। ছোট্ট শার্ট পোশাকে কোনো রকমে লজ্জা নিবারণ হচ্ছে।

Untitled design 2022 02 24T140012 501
নেটিজেনরা অভিযোগ করেছেন, প‍্যান্ট পরতেই নাকি ভুলে গিয়েছেন মালাইকা! কেউ আবার এক কাঠি উপরে উঠে দাবি করেছেন, অর্জুন কাপুরের সঙ্গে দেখা করার তাড়ায় প‍্যান্ট পরেছেন কিনা সেটাও খেয়াল করেননি মালাইকা। আরেকজনের বক্তব‍্য, শার্ট ড্রেস পরার ইচ্ছা ছিল পরতেই পারতেন। তাই বলে এত ছোট! এটা বাড়াবাড়ি হয়ে গিয়েছে বলেই কটাক্ষ নেটিজেনদের একাংশের।

IMG 20220224 174435
এর আগে ক্রিসমাসের দিনে ছেলে আরহানকে জড়িয়ে ট্রোলড হন মা মালাইকা। বড়দিনে পরিবারের সকলের সঙ্গে পার্টি করতে দেখা গিয়েছিল মালাইকা ও আরহানকে। ছেলে পাশে থাকলেও পছন্দ মতো পোশাক পরতে কখনোই দ্বিধা করেন না তিনি।

IMG 20220224 174446
পাপারাৎজি মা ছেলেকে অনুরোধ করেন একসঙ্গে পোজ দিতে। মায়ের সঙ্গে ছবি তুলতে রাজি হলেও যেন কিছুটা আড়ষ্ট ভাব দেখা যায় আরহানের মধ‍্যে। যেন নিজের মায়ের পাশেই ঠিক স্বচ্ছন্দ হতে পারছেন না তিনি।

https://www.instagram.com/reel/CaWiRzEKFCX/?utm_medium=copy_link

সোশ‍্যাল মিডিয়ায় ছবিটি ভাইরাল হতেই একের পর এক কটাক্ষ উড়ে আসে মালাইকার দিকে। একজন লেখেন, ‘ভারতীয় মহিলাদের কি এই ধরনের পোশাক পরা উচিত? বিশেষ করে যখন তার তরুণ ছেলে তার সঙ্গে রয়েছে!’ আরেকজনের মতে, আরহান একেবারেই মায়ের পাশে দাঁড়াতে স্বচ্ছন্দ বোধ করছেন না! তাঁর মুখেই স্পষ্ট বোঝা যাচ্ছে সেটা। তবে মালাইকা কোনো ট্রোলেই কখনো পাত্তা দেননি।

Niranjana Nag

সম্পর্কিত খবর