আদ্রায় নিহত তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবের বাড়িতে হাজির মলয় ঘটক! ED-র সমন সম্পর্কে করলেন চাঞ্চল্যকর মন্তব্য

বাংলা হান্ট ডেস্ক : কয়লা পাচার মামলায় জড়িয়েছে তাঁর নাম। বারবার সমন পাঠাচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট (Enforcement Directorate)। বারবার হাজিরাও এড়াচ্ছেন তিনি। আগামী ২৭ জুন ফের আইনমন্ত্রী মলয় ঘটককে (Malay Ghatak) দিল্লিতে তলব করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে তিনি যাবেন কি যাবেন না তা নিয়ে চলছে টালবাহানা।

এরইমধ্যে রবিবার আদ্রায় নিহত তৃণমূল নেতার বাড়িতে হাজির হন রাজ্যের আইন মন্ত্রী। সেখানেই মুখোমুখি হন সাংবাদিকদের সঙ্গে। কিন্তু, ইডি হাজিরার প্রসঙ্গ উঠতেই তা কার্যত এড়িয়ে যান তিনি। যাবেন কি দিল্লি? মলয়ের পরিষ্কার জানান, ‘আমি যাব কী যাব না তা আপনাদের বলব কেন?’

এই প্রথম নয়। এর আগে একাধিকবার তাঁকে তলব করেছে ইডি। একাধিকবার এসেছে মেল। বারবারই অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা এড়িয়ে গিয়েছেন তিনি। অন্যদিকে কেন তাঁকে একাধিকবার ডাকা হচ্ছে এই প্রশ্ন তুলে দিল্লি হাইকোর্টের দ্বারস্থও হন তিনি। তখনই দিল্লি হাইরকোর্টের (Delhi High Court) নির্দেশে বলা হয়, তদন্তে প্রয়োজনে তাঁকে ডাকা যেতেই পারে। তবে দিতে হবে প্রয়োজনীয় সময়।

malay

দিল্লির উচ্চ আদালত জানায় হাজিরার জন্য কমপক্ষে ১৫ দিন সময় দিতে হবে তাঁকে। তখনই ইডি পাল্টা দাবি করে এর আগে ৯ বার তাঁকে ডাকা হয়। কিন্তু বিভিন্ন অজুহাতে হাজিরা এড়িয়েছেন আইন মন্ত্রী। অবশ্য এত কিছুর পর এবারও তিনি যাবেন কিনা তা নিয়ে কোনও নিশ্চয়তা নেই।

অপরদিকে, পঞ্চায়েত নির্বাচনের কয়েকদিন আগেই পুরুলিয়ায় খুন হয়ে যান তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে। ইতিমধ্যেই তাঁর পরিবারের সঙ্গে কথা বলেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবার রবিবার সকালে ধনঞ্জয়ের বাড়িতে গেলেন আইনমন্ত্রী মলয় ঘটক। দিয়েছেন পাশে থাকার আশ্বাস। পাশাপাশি দোষীরা যাতে কড়া শাস্তি পান সে বিষয়টিও সরকার দেখছে বলে জানান।

ইডি সূত্রের দাবি, তিনি এবারও মলয় ঘটক তদন্তকারী অফিসারের সামনে হাজির না হন এবং এই সমনও এড়িয়ে যান, তাহলে কেন্দ্রীয় তদন্ত সংস্থা বাংলার মন্ত্রীর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বিষয়টি আদালতের নজরেও আনতে পারে।  সূত্রের দাবি, তাঁর বিরুদ্ধে এবার কড়া অবস্থান নিতে চলেছে ইডি।


Sudipto

সম্পর্কিত খবর