অবসাদে ডুবে যাচ্ছেন তারকারা, নিজের বাড়ি থেকে উদ্ধার জনপ্রিয় অভিনেতার মৃতদেহ

Published On:

বাংলাহান্ট ডেস্ক: বিনোদন জগৎ থেকে আবারো এর মৃত‍্যু সংবাদ। জনপ্রিয় মালয়ালম অভিনেতা সারাথ চন্দ্রনের (Sarath Chandran) মৃতদেহ উদ্ধার হল মালাপ্পুরমের কক্কড়ের বাসভবন থেকে। অভিনেতার রহস‍্য মৃত‍্যুর তদন্তে নেমে পুলিসের প্রাথমিক অনুমান, আত্মহত‍্যা করেছেন সারাথ। আত্মহত‍্যার কারণ খুঁজছে পুলিস। অভিনেতার বয়স হয়েছিল ৩৭ বছর।

ফের রহস‍্য মৃত‍্যু অভিনেতার

কেরলের মালাপ্পুরমের কক্কড়ে থাকতেন অভিনেতা সারাথ চন্দ্রন। তাঁর বাড়িতেই উদ্ধার হয় মৃতদেহ। পুলিস গিয়ে উদ্ধার করে মৃতদেহ। জানা যাচ্ছে, পুলিসের প্রাথমিক অনুমান, আত্মহত‍্যাই করেছেন অভিনেতা। তাঁর মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে খবর।

কী লেখা রয়েছে ওই সুইসাইড নোটে?

পুলিস সূত্রে খবর, সারাথ চন্দ্রনের মৃতদেহের পাশ থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে। কিন্তু জানা যাচ্ছে, ওই নোটে লেখা রয়েছে যে অভিনেতার মৃত‍্যুর জন‍্য কেউ দায়ী নয়। তবে কী কারণে হঠাৎ নিজের জীবন শেষ করে দেওয়ার কথা ভাবলেন সারাথ তা এখনো জানা যায়নি।

আদৌ এই মৃত‍্যু আত্মহত‍্যা নাকি নেপথ‍্যে রয়েছে অন‍্য কোনো কারণ? আপাতত সেই খোঁজেই রয়েছে পুলিস। তবে অপর একটি সূত্রের খবর, ওই চিঠিতে নাকি এই ইঙ্গিতও ছিল যে সারাথ মানসিক অবসাদে ভুগছিলেন। বাধ‍্য হয়েই এই পদক্ষেপ নিয়েছেন তিনি।

সারাথের পেশাগত জীবন

কোচিতেই জন্ম হয়েছিল সারাথের। প্রথমে তথ‍্যপ্রযুক্তি সংস্থায় কাজ করলেও পরবর্তীকালে নিজের আগ্রহের দিকে ঝোঁকেন তিনি। ডাবি‌ং দিয়ে কাজ শুরু করার পর ২০১৬ সালের ‘আনিস‍্যা’ ছবির হাত ধরে অভিনয়ে পা রেখেছিলেন সারাথ। আঙ্গামাল‍্যি ডায়েরিজ, ওরু মেক্সিকান অপরাথা, সিআইএ এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি।

সম্পর্কিত খবর

X