বাংলা হান্ট ডেস্কঃ ফের শিরোনামে সেই মানিক! দশমীর সন্ধ্যায় হড়পা বানে (Harpa Ban) বিপর্যয়ের সময় বহু মানুষকে বাঁচিয়ে সকলের মন ছুঁয়ে নিয়েছিল মালবাজারের (Malbazar) মহম্মদ মানিক (Mohammad Manik)। এবার সেই মানিকই গরিব মানুষদের উদ্দেশ্যে ফিরিয়ে দিলেন নিজের প্রধানমন্ত্রী আবাস যোজনার (PMAY) ঘর। সোমবার মাল পঞ্চায়েত সমিতি দফতরে গিয়ে বিডিওর কাছে লিখিত ভাবে তিঁনি জানান, তাঁর নামে বরাদ্দকৃত ঘর তিঁনি নিচ্ছেন না। তাঁর এই মহান সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বিডিও।
মানিকের ইট গাঁথা বাড়ি, মাথার ওপর টালির চাল। আবাসের ঘর পাওয়ার যোগ্য দাবিদার তিঁনিও। তালিকায় নামও এসেছে তাঁর। তবে সে ঘর এখন তাঁর প্রয়োজন নেই বলেই জানালেন ‘রিয়েল লাইফ হিরো’ মানিক। এই প্রসঙ্গে তিঁনি বলেন, “আমার থাকবার মতো ঘর আছে। এই মুহূর্তে আমার ঘরের দরকার নাই, তাই ফিরিয়ে দিলাম।” মানিকের এই মানসিকতাকে কুর্নিশ জানিয়েছেন মালবাজারের বিডিও শুভজিত দাশগুপ্ত। তাঁর কথা, “এই কাজকে আমরা সাধুবাদ জানিয়েছি। খুবই ভালো কাজ করেছে এই যুবক।”
যেখানে একদিকে পেল্লায় পেল্লায় ইমারত, পাকা বাড়ি থাকা সত্ত্বেও বিত্তশালী নেতা, নেত্রীদের নামে ছেয়ে গেছে আবাসের তালিকা। সেখানে সাহসী এই সিদ্ধান্ত নিয়ে নজির গড়েছেন ‘মন থেকে ধনী’ মালবাজারের মানিক। প্রসঙ্গত, গত ৫ অক্টোবর দশমীর রাতে হঠাৎই দুর্যোগ নেমে আসে মাল নদীতে। আচমকা হড়পা বানে ভেসে যান দর্শণার্থী বহু মানুষ। সেই দুর্যোগে সরকারি মতে মৃত্যু হয়েছিল ৮ জনের, আহত হয়েছিলেন আরও ১৩জন।
অন্যদিকে সেদিনের ভয়াবহ দুর্ঘটনায় নিজের প্রাণের তোয়াক্কা না করে ভেসে যাওয়া মানুষদের বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়েছিলেন এই মানিক। তাঁর সহায়তায় উদ্ধার করা হয়েছিল বেশ কয়েকজনকে। এরপরেই মানবিক এই কাজের জন্য সকলের মন জয় করে নেন মানিক। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় মালবাজারে গিয়ে তাঁকে অভিনন্দন জানিয়ে পুরস্কৃত করেছিলেন। সেই মানিকই সোমবার আবার এক দৃষ্টান্ত খাড়া করলেন সকল রাজ্যবাসীর কাছে।