বাংলা হান্ট ডেস্কঃ সপ্তমীর দিনই উৎসবের আনন্দ যেন স্তব্ধ হয়ে গেল মালদহে (Malda)। আলো আনন্দে ভরা দুর্গোৎসবের আবহে শোকের ছায়া নেমে এসেছে পুরাতন মালদহ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাচামারি গভর্নমেন্ট কলোনির নিচু পাড়ায়। অভিযোগ, দুই সন্তানকে শ্বাসরোধে খুন করে গলায় ফাঁস দেন এক মা। এই ঘটনায় স্তম্ভিত এলাকাবাসী।
ঘটনাস্থলে মালদহ (Malda) থানার পুলিশ
মৃত গৃহবধূর নাম রূপালি হালদার (২৮)। ঘটনার খবর পেয়ে পুলিশ গিয়ে দেখে ওই গৃহবধূর সাত বছরের ছেলে অয়ন হালদার এবং মাত্র ছ’মাসের কন্যার দেহ খাটে নিথর অবস্থায় পড়ে ছিল। সপ্তমীর দিন অর্থাৎ সোমবার সকাল ১০টা নাগাদ পরিবারের সন্দেহ হওয়ায় দরজা ভেঙে দেখা যায় ভয়ঙ্কর দৃশ্য। পরিবারের লোক দরজা ভেঙে ঘরে ঢুকতেই দেখে রূপালির ঝুলন্ত দেহ সিলিং ফ্যানে ঝুলছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় মালদহ (Malda) থানার পুলিশ। এরপর পুলিশ তিনজনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কিছুদিন ধরেই স্বামী অসিত হালদারের সঙ্গে বনিবনা হচ্ছিল না রূপালির। গৃহবধূ প্রায়ই দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে নিজের বাপেরবাড়িতে থাকতেন। পরিবারের অভিযোগ, রবিবার ষষ্ঠীর রাতেই স্বামী অসিত ছেলেকে নিয়ে ঠাকুর দেখতে যেতে চাইলে রূপালি আপত্তি জানান। সেই নিয়েই শুরু হয় বিবাদ। এরপর সন্তানদের নিয়ে ঘরে ঘুমিয়ে পড়েন রূপালি, অন্যত্র ঘুমোতে চলে যান স্বামী।
আত্মঘাতী গৃহবধূর শ্বশুর তরুণ হালদার বলেন, “ছেলে আর বউমার মধ্যে ঝামেলা হয়েছিল। আমার নাতিকে ঘুরতে যেতে দিতে চাইছিল না রূপালি। সেই নিয়ে রাতে অশান্তি হয়। আর আজ সকালে এই ভয়ঙ্কর দৃশ্য দেখতে হল।” ঘটনায় অসিত হালদারকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা, পারিবারিক অশান্তিই এই চরম পরিণতির কারণ।
আরও পড়ুনঃ উৎসবের মাঝেই বিষাদের ছায়া! আন্দোলনে সক্রিয় থাকায় মাসের পুরো বেতন কাটা গেল চাকরিহারা শিক্ষক সুমনের
ঘটনার খবর পেয়ে এলাকায় পৌঁছে যান সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শ্যাম মণ্ডল। তিনি বলেন, “এই অমানবিক ঘটনায় গোটা এলাকা স্তব্ধ। পরিবারের পাশে থাকার চেষ্টা করছি।” ইতিমধ্যে মালদহ (Malda) থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। উৎসবের আবহে এমন মর্মান্তিক ঘটনায় থমথমে মালদহের পুরো এলাকাজুড়ে।