বাংলায় কথা বলায় মালদার যুবককে বাংলাদেশে ‘পুশ ব্যাক’, কীভাবে বাড়ি ফিরলেন আমির?

Published on:

Published on:

Malda youth sent to Bangladesh on suspicion of Bangladeshi origin finally returns home

বাংলা হান্ট ডেস্কঃ অবশেষে বাড়ি ফিরলেন মালদার (Malda) কালিয়াচকের ২৪ বছর বয়সী আমির শেখ। অভিযোগ, রাজস্থানে কাজ করতে গিয়েছিলেন তিনি। সেখানে বাংলায় কথা বলায় তাঁকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয় এবং BSF-এর মাধ্যমে ‘পুশ ব্যাক’ করা হয়। পরিবারের দীর্ঘ তৎপরতার পর অবশেষে ১৫ অগস্ট গভীর রাতে বাড়ি ফিরে আসেন আমির।

রাজস্থান থেকে জেল ও ‘পুশ ব্যাক’-এর শিকার মালদার (Malda) আমির

সূত্রের খবর, প্রায় তিন মাস আগে রাজস্থানে পেশায় নির্মাণকর্মী হিসেবে গিয়েছিলেন মালদার (Malda) আমির। তার পরিচয়পত্র, আধার কার্ডসহ নানা নথি দেখালেও তাকে বাংলাদেশি সন্দেহে আটক করা হয়। জেলে দু’মাস কাটানোর পর সীমান্তের গেট থেকে তাঁকে বলার মাধ্যমে সীমান্ত পেরোতে বলা হয়, “ডান দিকে গেলে গুলি খাবে, বাঁ দিকে যাও।” এরপর আমিরকে বাংলাদেশের রাস্তায় ঘুরে বেড়াতে হয়।

প্রশাসনিক পদক্ষেপে অবশেষে ভারতে ফিরে এলেন আমির

আমিরকে ফেরানোর জন্য কলকাতা হাই কোর্টে মামলা করে তার পরিবার। পরিযায়ী শ্রমিক উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান সামিরুল ইসলাম এবং মালদা (Malda) দক্ষিণের সাংসদ ইশা খান চৌধুরী প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে তারা নথি জমা দেন। স্বরাষ্ট্র মন্ত্রকের মধ্যস্থতায় অবশেষে তাকে বাড়ি ফেরানো সম্ভব হয়।

ছেলেকে ফিরে পেয়ে পরিবারের সদস্যরা স্বস্তি প্রকাশ করেছেন। আমিরের দিদিমা বলেন, “ওঁকে মারধর করা হয়েছে, তবে একটাই শান্তি, ছেলেটা ফিরে এসেছে।” শনিবার তার বাড়িতে তৃণমূলের স্থানীয় নেতারা উপস্থিত হয়ে তার খোঁজখবর নেন। জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সি এই ঘটনায় কেন্দ্রীয় নেতৃত্বকে বিঁধেছেন।

Malda youth sent to Bangladesh on suspicion of Bangladeshi origin finally returns home

আরও পড়ুনঃ করাচিতে স্বাধীনতা দিবসে ভয়ানক উদযাপন, গুলি ছুঁড়ে উল্লাস, মৃত ৩ আহত বহু

তবে চুপ করে থাকেনি বিরোধীপক্ষও। দক্ষিণ মালদার (Malda) বিজেপির সাধারণ সম্পাদক অম্লান ভাদুড়ি দাবি করেন, কেন্দ্রের সহযোগিতা না থাকলে যুবককে বাংলাদেশ থেকে ফিরিয়ে আনা সম্ভব হতো না। বর্তমানে বিষয়টি রাজ্য ও কেন্দ্রের মধ্যে নতুন করে রাজনৈতিক উত্তেজনা তৈরি করছে।