মালদহে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি, গ্রেপ্তার ২ তৃণমূল কর্মী

বাংলাহান্ট ডেস্ক : আবারও শিরোনামে মালদহ। এবার আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরে বেড়ানোর সময় মালদহ থেকে গ্রেপ্তার হলেন দুই তৃণমূল কর্মী। ঘটনাকে জেরে কার্যতই তুমুল শোরগোল শুরু হয় এলাকায়। চাঞ্চল্য ছড়ায় রাজনৈতিক মহলেও।

জানা যাচ্ছে ধৃত দুই ব্যক্তির নাম রুহুল আমিন(৩০) এবং রহমত আলি (২৭)। মালদহ জেলার হরিশচন্দ্রপুর থানা এলাকার মালিওর ১ গ্রাম পঞ্চায়েতের হরকাবাথান এবং বেলশুরে গ্রামের বাসিন্দা তাঁরা। স্থানীয় সূত্রে খবর ওই দুই যুবক এলাকায় সক্রিয় তৃণমূল কর্মী। গতকাল গভীর রাতেই আগ্নেয়াস্ত্র সমেত তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি নাইন এমএম বন্দুক এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

কিছুদিন আগেই পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে চরম উত্তপ্ত হয়ে উঠেছিল হরিশচন্দ্রপুর থানা এলাকার মালিওর। চলেছিল গুলিও। সেই ঘটনায় আহত হন ২ জন।

এদিনের এই ঘটনার প্রেক্ষিতে শাসকদলের বিরুদ্ধে সরব হয়েছে বিজেপি। এলাকার বিজেপি নেতৃত্বের দাবি, বন্দুক দেখিয়ে সন্ত্রাস চালাচ্ছে শাসকদল। যদিও ধৃতদের শাস্তির দাবি জানিয়েছে তৃণমূল। তাদের দাবি ধৃতরা যে দলেরই হোক আইন আইনের পথেই এগোবে৷

অন্যদিকে, মালদহ জেলারই কালিয়াচকে ঝোপের মধ্যে থেকে দুটি জার বোঝাই বোমা উদ্ধার হয়েছে আজই। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ ও বম্ব স্কোয়াড। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে নিষ্ক্রিয় করা সেগুলিকে। জানা যাচ্ছে, ৯টি বল বোমা এবং ৩২ টা কৌটো বোমা উদ্ধার করেছে পুলিশ। মোট ৪১ টি বোমা পাওয়া গিয়েছে কালিয়াচক থেকে। সব মিলিয়ে কার্যতই প্রবল উত্তেজনা এলাকায়।


Katha Bhattacharyya

সম্পর্কিত খবর