বাংলা হান্ট ডেস্ক : দেনায় ডুবে থাকলেও কমছেনা অহঙ্কার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) অপমানের পর এবার তো ভারতের জাতীয় পতাকা (Indian National Flag) তিরঙ্গাকেও অপমান করে বসলেন মালদ্বীপ (Maldives) প্রধান মুইজ্জুর মন্ত্রী। সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি তাকে বরখাস্ত করেছে মালদ্বীপ সরকার। যদিও তাতে বিশেষ সন্তুষ্ট হচ্ছেনা ভারতীয় জনগণ।
আর দিনকয়েক পরেই মালদ্বীপের নির্বাচন। রীতি মেনে সেদেশেও শুরু হয়ে গেছে নির্বাচনী প্রচার। এইদিন সেই প্রচারের অংশ হিসেবেই বিরোধী দলকে আক্রমণ করতে একটি পোস্ট করেন মলদ্বীপের সাসপেন্ড হওয়া মন্ত্রী মারিয়ম শিউনা। এবং তিনি যে ছবিটি পোস্ট করেন তাতে বিরোধীদের লোগোর বদলে ভারতীয় পতাকার অংশ অশোক চক্রের ছবি ছিল বলে অভিযোগ। ছবি ভাইরাল হতেই শুরু হয় শোরগোল।
এইদিন এই ছবি পোস্ট করে মারিয়ম লিখেছিলেন, ‘‘এমডিপি (বিরোধী দল) একটা বড়সড় পতনের দিকে এগোচ্ছে। মলদ্বীপের জনগণ তাদের সঙ্গে পতনের দিকে এগোতে চায় না।’’ কূটনীতিকদের মতে, MDP-র লোগোতে অশোক চক্রের উপস্থিতিকেই তিনি বিরোধীদের পতন বলে উল্লেখ করতে চেয়েছিলেন। তবে তার সাজানো স্বপ্নে জল ঢেলে দেয় MDP। দলটি জানায়, মারিয়ম যে ছবিটি পোস্ট করেছেন সেটি ভুয়ো। তাদের দলের লোগোতে অশোক চক্রের ছবি নেই।
আরও পড়ুন : CSK-তে ফিরছেন KKR-র যম! পাল্টা দিতে প্রস্তুত কলকাতা, দুই দলের একাদশে বড় চমক
এরপরই তড়িঘড়ি পোস্টটি ডিলিট করে দেন মারিয়ম। যদিও ততক্ষণে ভাইরাল হয়ে গেছে স্ক্রিনশট। মারিয়মের ঐ পোস্টের পর মালদ্বীপের পাশাপাশি ভারত থেকেও শুরু হয় প্রতিবাদ। সূত্রের খবর, সবদিক সামলাতে শেষমেষ মারিয়মকে সাসপেন্ড করে মুইজ্জু সরকার। এরপর একটি অ্যাপোলোজি পোস্ট-ও করেন মারিয়ম। যদিও কূটনীতিকদের মতে, এই গোটা বিষয়টাই নাকি ইচ্ছাকৃতভাবেই ঘটিয়েছে চীনপন্থী মুইজ্জু সরকার।
আরও পড়ুন : ফের আক্রান্ত জঙ্গি নেতা! মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন হাফিজ সইদ? তোলপাড় পাকিস্তানে
এখানে বলে রাখা ভালো যে, মলদ্বীপ-ভারতের কূটনৈতিক সম্পর্কের টানাপোড়েনের শুরুর বিতর্কেও সরাসরি জড়িয়েছিলেন মারিয়াম। নমোর লাক্ষাদ্বীপ সফরের পর ভারত এবং নরেন্দ্র মোদীকে নিয়ে মালদ্বীপের যে নেতা মন্ত্রীরা অবমাননাকর পোস্ট করেন তাদের মধ্যে একজন ছিলেন মারিয়াম শিউনা।