আচমকাই পাল্টি খেল মলদ্বীপ! চিনে পৌঁছে ভারতের ভূয়সী প্রশংসা করলেন মুইজ্জুর মন্ত্রী, জানালেন….

   

বাংলা হান্ট ডেস্ক: মোহাম্মদ মুইজ্জু (Mohamed Muizzu) মলদ্বীপের (Maldives) রাষ্ট্রপতি হওয়ার পর নয়াদিল্লি এবং ম্যালের মধ্যে সম্পর্কের অবনতি হতে শুরু করে। এদিকে, দুই দেশের মধ্যে উত্তেজনার মধ্যে, মলদ্বীপ সবচেয়ে বড় ধাক্কা খেয়েছে তখন যখন ভারত (India) থেকে সেখানে পর্যটকদের আগমনের সংখ্যা ব্যাপকভাবে হ্রাস পায়। প্রতি মাসে ভারতীয় পর্যটকের সংখ্যা সেখানে কমেছে। আর এই ধাক্কা খেয়েই এখন জ্ঞান ফিরেছে মলদ্বীপের। শুধু তাই নয়, সম্প্রতি মোহাম্মদ মুইজ্জুর একজন মন্ত্রী চিন সফরে গিয়েছেন। যেখানে তিনি ভারতের ভূয়সী প্রশংসা করছেন।

মলদ্বীপের সিনিয়র মন্ত্রী মোহাম্মদ সাঈদ তাঁর প্রথম চিন সফর করছেন। সেখানে তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজ্জুর সাম্প্রতিক নয়াদিল্লি সফর এবং তাঁর দেশের পর্যটন-নির্ভর অর্থনীতির জন্য ভারতের সাথে সম্পর্কের গুরুত্ব নিয়ে কথা বলেছেন। এদিকে, অর্থনৈতিক উন্নয়ন ও বাণিজ্যমন্ত্রী মোহাম্মদ সাঈদের এহেন মন্তব্য এমন এক সময়ে সামনে এসেছে যখন প্রেসিডেন্ট মুইজ্জুর ভারত সফরের পর নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করছে ম্যালে। উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে ৯ জুন ভারতে এসেছিলেন মুইজ্জু। এদিকে, মুইজ্জুকে চিনের একনিষ্ঠ সমর্থক হিসেবে বিবেচনা করা হয়।

Maldives minister praised India after reaching China.

“ভারত হল নিকটতম প্রতিবেশী”: প্রসঙ্গত উল্লেখ্য যে, মোহাম্মদ সাঈদ ডালিয়ানের ১৫ তম বিশ্ব অর্থনৈতিক ফোরামে (ডব্লিউইএফ) অংশগ্রহণ করছেন। সেখানে সিএনবিসি ইন্টারন্যাশনাল টিভিকে দেওয়া একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে, “প্রেসিডেন্ট মুইজ্জু এটা ব্যক্ত করেছেন যে ভারত আমাদের নিকটতম প্রতিবেশী হিসেবে রয়ে গেছে।”

আরও পড়ুন: গ্রাহকদের এবার ঝটকা দিল Jio! হু হু করে বাড়ল রিচার্জ প্ল্যানের দাম, মাথায় হাত ব্যবহারকারীদের

এদিকে, ভারত ও মলদ্বীপের সম্পর্কের “অবনতি” সংক্রান্ত এক প্রশ্নের জবাবে সাঈদ বলেন, “ভারত ও মলদ্বীপের মধ্যে দীর্ঘদিন ধরে ভালো সম্পর্ক রয়েছে। ভারত আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্যটন গন্তব্যগুলির মধ্যে একটি। বিশেষ করে ভারত থেকে আসা পর্যটকদের ক্ষেত্রে। মলদ্বীপে ভারতের প্রচুর বিনিয়োগ রয়েছে। বিশেষ করে পর্যটন খাতে সবথেকে বেশি রয়েছে।

আরও পড়ুন: উপার্জন নিয়ে এবার “নো টেনশন”! TreaSureNFT-র মাধ্যমেই হবেন লাভবান, সফল হওয়ার কাহিনি শোনালেন অধ্যাপক

মুইজ্জু এই সফরকে একটি গুরুত্বপূর্ণ সাফল্য বলে অভিহিত করেছেন: এদিকে, নয়াদিল্লি থেকে ম্যালে ফিরে আসার পর, রাষ্ট্রপতি মুইজ্জু প্রধানমন্ত্রী মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের জন্য ভারতে তাঁর সরকারি সফরকে মলদ্বীপের জন্য একটি উল্লেখযোগ্য সাফল্য বলে বর্ণনা করেছেন। মুইজ্জু বলেছেন যে, দুই দেশের মধ্যে শক্তিশালী সম্পর্ক মলদ্বীপ এবং মলদ্বীপের নাগরিকদের সমৃদ্ধি আনবে। জানিয়ে রাখি যে, মোহাম্মদ সাঈদ হলেন মলদ্বীপের প্রথম মন্ত্রী যিনি চিন সফর করলেন। এর আগে গত জানুয়ারি মাসে মলদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বেইজিং সফরে গিয়েছিলেন। সেইসময়ে ওই দুই দেশের মধ্যে ২০ টি চুক্তি স্বাক্ষরিত হয়। যেখানে পর্যটন খাত সহ অন্যান্য একাধিক বিষয় ছিল বলে জানা গিয়েছে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর