কোণঠাসা হতেই ফিরল বোধ বুদ্ধি! প্রজাতন্ত্র দিবসে ভারতের উদ্দেশ্যে বিশেষ বার্তা মালদ্বীপের, জোড়া চিঠি মুইজ্জুর

বাংলা হান্ট ডেস্ক : ভারতের প্রজাতন্ত্র দিবসে মালদ্বীপ (Maldives) থেকে এল শুভেচ্ছাবার্তা। মহম্মদ মুইজ্জুর (Mohamed Muizzu) তরফে চিঠি এল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) এবং রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Draupadi Murmu) দফতরে। দু’ই আলাদা আলাদা চিঠিতে রয়েছে ভারত-মালদ্বীপ (Maldives On India) দ্বিপাক্ষিক সম্পর্কের কথা। ভারতের পুরনো অবদানের কথা স্মরণ করে এই চিঠি লিখেছে মালদ্বীপ প্রেসিডেন্টের সরকারি দফতর।

মালদ্বীপ প্রেসিডেন্টের দফতর থেকেও একটি বিবৃতি জারি করা হয়েছে। যার মর্ম, প্রেসিডেন্ট মুইজ্জু ভারতের ৭৫তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নরেন্দ্র মোদী এবং দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানাচ্ছে। চিঠিতে লেখা আছে, ‘বহু বছরের বন্ধুত্ব, পারস্পরিক শ্রদ্ধা এবং সহযোগিতার মাধ্যমে মলদ্বীপ এবং ভারতের সুসম্পর্ক গড়ে উঠেছে।’

একইসাথে মুইজ্জু সরকার এও বলেছে যে, আগামী দিনে যেন ভারত মালদ্বীপ সম্পর্ক আরও দৃঢ় হয় এমনটাই চাই দ্বীপরাষ্ট্রের বর্তমান সরকার। যদিও গত নভেম্বর থেকে মালদ্বীপ এবং নয়া দিল্লির সম্পর্ক উন্নত হওয়ার বদলে ক্রমাগত খারাপই হয়ে চলেছে। চিনপন্থী মুইজ্জুর ‘ইন্ডিয়া আউট’ নীতির কথাও কারও অজানা থাকেনি। এমনকি মোদীর ‘লাক্ষাদ্বীপ’ সফরের পর তো রীতিমত তেড়েফুঁড়ে ওঠে মালদ্বীপের বেশ কিছু মন্ত্রী।

আরও পড়ুন : ‘কন্যাশ্রী, যুবশ্রীর পর এবার খেলাশ্রী’, ক্রীড়াবিদদের জন্য ভাতা এবং চাকরির ঘোষণা মমতার

একের পর এক অবমাননাকর মন্তব্য করেন মলদ্বীপের ঐ তিন মন্ত্রী। তারপর থেকেই গোটা ভারত জুড়ে ‘মালদ্বীপ’ বয়কটের ডাক ওঠে। যদিও তাতেও দমে থাকেনি মুইজ্জু সরকার। চিন সফর থেকে ফিরেই ভারতের উদ্দেশ্যে দেন কড়া হুঁশিয়ারি। মালদ্বীপ থেকে ভারতীয় সামরিক বাহিনী প্রত্যাহার করারও সময়সীমাও বেঁধে দেন তিনি।

আরও পড়ুন : ভগ্ন গণেশ, হনুমানের মূর্তি থেকে শিবলিঙ্গ! জ্ঞানবাপীর নীচ থেকে গুরুত্বপূর্ণ প্রমাণ জোগাড় করল ASI

 

maldives map from india

প্রসঙ্গত উল্লেখ্য, মালদ্বীপের অর্থনীতিতে বড় অবদান রয়েছে ভারতের। পর্যটন শিল্পের উপর নির্ভরশীল এই দ্বীপরাষ্ট্রটি বহু ভারতীয়র পছন্দের ডেস্টিনেশন। এমন পরিস্থিতিতে গোটা ভারত মালদ্বীপ বয়কট করলে সেই দেশের অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে সেকথা বলাই বাহুল্য। যে কারণে মুইজ্জুর ভারত বিরোধী নীতির সমালোচনা করতে সেদেশেরই মানুষ। ইতিমধ্যেই দেশটির দুই বিরোধী দলনেতা গর্জে উঠেছে মুইজ্জুর বিরুদ্ধে।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর