ঋণে জর্জরিত, তারপরেও চীনপন্থী দলেই ভরসা মালদ্বীপের! রেকর্ড ব্যবধানে জয়ী মুইজ্জু

বাংলা হান্ট ডেস্ক : গোটা রবিবারজুড়ে মালদ্বীপের (Maldives) দিকেই চেয়ে রইল ভারত (India)। দ্বীপরাষ্ট্রের পার্লামেন্টে চিনপন্থী মহম্মদ মুইজ্জু (Mohamed Muizzu) বসবেন নাকি ফিরে আসবেন ভারতপন্থী ইব্রাহিম মহম্মদ সোলি? এই প্রশ্নের উত্তর জানার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল নয়া দিল্লি (New Delhi)। অবশেষে মিলল উত্তর। বিরাট ব্যবধানে সিংহাসন দখল করেছে চিনপন্থী মুইজ্জুর দল পিপল্‌স ন্যাশনাল কংগ্রেস‌।

সূত্রের খবর, এইদিন মালদ্বীপের ৯৩টি আসনে ভোটগ্রহণ চলে। ভারতীয় সময় রাত ১১টা অবধি পাওয়া খবর অনুযায়ী, ৮৬টি আসনের মধ্যে ৬৬টি আসনই ছিল মুইজ্জুর দখলে। তখনই মুইজ্জুর জয় নিশ্চিত হয়ে গেছিল। ম্যাজিক ফিগারের চেয়েও বেশি আসন জিতে খানিকটা একচেটিয়াভাবেই সিংহাসন দখল করে নিয়েছে মহম্মদ মুইজ্জু। একপ্রকার খড়কুটোর মতোই উড়ে গেল মালদ্বীপিয়ান ডেমোক্র্যাটিক পার্টি।

উল্লেখ্য যে, গত বছরের সেপ্টেম্বরে মালদ্বীপের প্রেসিডেন্ট নির্বাচিত হন চীনপন্থী মুইজ্জু। তারপর থেকেই দ্বীপরাষ্ট্র জুড়ে ভারত বিরোধীতার ডাক ওঠে। প্রথমেই ভারতীয় সেনা হঠানোর সিদ্ধান্ত নেন মুইজ্জু। সেই সাথে সম্পর্ক গভীর ওঠে চিনের সাথে। একটার পর একটা চুক্তি হয় বেজিংয়ের সাথে। মুইজ্জু যে মূলত চিনের হাত থেকে তামাক খেয়েই ‘ইন্ডিয়া আউট’ নীতি গ্রহণ করেছে সেকথা আর বুঝতে বাকি থাকেনা কারোরই।

আরও পড়ুন : রচনাকে চরম অপমান কিরণের, সাফ জানালেন, ‘মাথা কতটা খারাপ…’,! কটাক্ষ স্যান্ডিরও

ওদিকে চিনের উদ্দেশ্য যে কেবল, ভারত মহাসাগরে আধিপত্য বিস্তার করা সেটাও দিনের আলোর মতোই পরিস্কার। এসবের মধ্যেও একটা আশার আলো ছিল যে, পার্লামেন্টের দখল ছিল ভারতপন্থী মালদ্বীপিয়ান ডেমোক্র্যাটিক পার্টির হাতে। তবে এবার আর সেই স্বস্তিও রইলনা। মালদ্বীপের মানুষ আস্থা রাখলে মুইজ্জুর উপরেই। এমতাবস্থায় প্রশ্ন হল, আগামি দিনে ভারত আর মালদ্বীপের সম্পর্কের উন্নতি কি হবে? নাকি আরও তিক্ত হবে দুই দেশের সম্পর্ক?


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর