রচনাকে চরম অপমান কিরণের, সাফ জানালেন, ‘মাথা কতটা খারাপ…’,! কটাক্ষ স্যান্ডিরও

বাংলা হান্ট ডেস্ক : বাইরের তাপমাত্রা প্রায় ৪১ এর কোঠায়। গরমে প্রাণ আইঢাই অবস্থা। তারমধ্যেই শুরু হয়ে গেছে লোকসভা নির্বাচন। ইতিমধ্যেই ১৯ এপ্রিল প্রথম দফার ভোটপর্ব সারা। তার মধ্যেই জোরসোর প্রচার চালাচ্ছেন তারকা প্রার্থীরাও। তালিকায় রয়েছেন হুগলির রচনা ব্যানার্জিও। শুরুর থেকেই মাঠ কাঁপাচ্ছেন তিনি। উল্লেখ্য, এই আসনে তার প্রতিদ্বন্দ্বী হচ্ছেন লকেট চট্টোপাধ্যায়।

এসির ঠাণ্ডা হাওয়া ছেড়ে এই প্রখর গরমের মধ্যেই প্রচার চালাচ্ছেন তিনি। সানট্যান, সানবার্নের তোয়াক্কা না করেই হুডখোলা গাড়িতে করে বেরিয়ে পড়েছেন তিনি। হুগলির অলিতে গলিতে শোনা যাচ্ছে রচনার কণ্ঠস্বর। সেই সাথে তার মন্তব্য নিয়ে সমালোচনাও কম হচ্ছেনা। কখনও কারখানার ধোঁয়া তো কখনও আবার টক দই, তার বেফাঁস মন্তব্যে সরগরম নেটপাড়া।

আর এবার সঞ্চালিকা অভিনেত্রীর মন্তব্য নিয়ে কটাক্ষ করে বসলেন ‘বং গাই’ (Bong Guy)। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে কিরণ লেখেন, ‘এই গরমে পর্যাপ্ত পরিমানে জল না খেলে একটা মানুষের মাথা কতোটা খারাপ হতে পারে তার সবচেয়ে বড় উদাহরণ হল রচনা ব্যানার্জি’। বং গাইয়ের এই মশকরায় কার্যত তোলপাড় হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া।

আরও পড়ুন : হারিয়েই দিয়েছিল স্টার্ক, টানটান উত্তেজনার ম্যাচে ১ রানে জয়ী KKR! আশা শেষ বিরাটের

পোস্টের কমেন্ট বক্সেও উঠেছে কটাক্ষের ঝড়। কেউ লিখেছেন, ‘দিদি নম্বর ওয়ান দেখবেন কিন্তু। সঙ্গে স্মাইলি’। জবাবে কিরণ লেখেন, ‘দেখলেও যাব না। এমনকি ডেকেওছিল। একবার মায়ের জন্য গিয়েছি, বারবার কেন যাব! দাদাগিরিতে আরেকবার যেতে পারি।’ আবার কেউ কেউ লিখেছেন, ‘এর আগেও রচনাকে নিয়ে রোস্ট করেছে বং গাই। তখন কেউ আপত্তি করেনি। আর আজ রচনা একটা রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়েছেন বলে তাদের গায়ে ফোস্কা পড়ছে।’

আরও পড়ুন : ইডেনে বিরাট বিতর্ক! আম্পায়ারের সিদ্ধান্তে রেগে ফায়ার কিং কোহলি, সরগরম ক্রিকেট মহল

কেউ কেউ তো আবার বং গাইকে সাবধান হতেও পরামর্শ দিচ্ছে। একজন লিখেছেন, ‘ভোটে জিতলে জেল কনফার্ম। তাই সাবধান!’ কিরণের এই পোস্ট ভাইরাল হতেই মুখ খুলেছেন স্যান্ডি সাহাও। এইদিন স্যান্ডি পোস্ট করে লেখেন, ‘শুধু পর্যাপ্ত দই খেলেই হবে।’ পাল্টা কিরণ লেখেন, ‘আর ধোয়াঁ…!’ আর তাতেই শোরগোল শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।


Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর