রাজীব কুমারের পরিণতির জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন ভারতী ঘোষ

বাংলা হান্ট ডেস্ক : সারদা কেলেঙ্কারিতে অভিযুক্ত প্রাক্তন কলকাতা পুলিশ নগরপাল রাজীব কুমারকে টানা দু সপ্তাহ পেরিয়ে গেলেও কিনারা করতে পারেনি সিবিআই৷ যদিও গোপনে সিবিআইয়ের নোটিসের জবাব দিয়েছেন রাজীব কুমার কিন্তু ঠিক কোথায় রয়েছেন তিনি? তা এখনও অবধি বুঝে উঠতে পারছেন না সিবিআই আধিকারিকরা৷ তাই আইপিএস রাজীব কুমারের এই পরিণতির জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দায়ী করলেন বিজেপি র রাজ্য সহ সভানেত্রী ভারতী ঘোষ৷ ভারতী ঘোষের দাবি মুখ্যমন্ত্রীর নির্দেশে রাজীব কুমার এই কাজগুলি করেছেন, তাই কিছু খুঁড়তে কেউটে বেরিয়ে পড়তে পারে এই সন্দেহে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর পায়ে ধরতে গিয়েছিলেন এমনটাও বলেন ভারতী ঘোষ৷Ghosh Mamata

এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে ভারতী ঘোষ জানিয়েছেন শুধুমাত্র আইপিএসকে নয় আইএএস আইপিএস অফিসারদের মুখ্যমন্ত্রীর চাপ দিয়ে কাজ করাতে বাধ্য করেছেন৷ এমনকি তাদের অপব্যবহার করে বিপদে ফেলা হচ্ছে বলেও মন্তব্য প্রকাশ করেছেন ভারতী ঘোষ৷ এ ছাড়াও বিভিন্ন পুলিশ সুপারদের প্রসঙ্গ তুলে তাদেরকে বিভিন্ন ভাবে চাপ দিয়ে বিপজ্জনক জায়গায় নিয়ে এসে দাঁড় করানো হচ্ছে বলে দাবি ভারতী ঘোষের৷ এমনিতেই বিজেপিতে যাওয়ার পর মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়িয়েছিলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ৷ এ বার খানিকটা রাজীব কুমারের পক্ষে দাঁড়িয়েই মমতা নিন্দায় সরব হলেন ভারতী৷

সম্পর্কিত খবর